বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বাংলানিউজকে বলেন, কালনাগিনী সাপটি শুক্রবার (৫ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধুর বাসা থেকে উদ্ধার করা হয়েছে। বিকেলে এটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
প্রখ্যাত সরীসৃপ গবেষক শাহরিয়ার সিজার রহমান বাংলানিউজকে বলেন, কালনাগিনীর কোনো প্রকার বিষ নেই। এটি শান্ত প্রকৃতির সাপ এবং দিবাচর। অর্থাৎ দিনে চলাফেরা করে। এর ইংরেজি নাম Golden Tree Snake এবং বৈজ্ঞানিক নাম Chrysopelea ornata। এ সাপটি বিপন্ন প্রজাতির।
বিভিন্ন চলচ্চিত্রে এ সাপটিকে ‘বিষাক্ত’ হিসেবে উপস্থাপন করে জনসাধারণের মনে সাপ সম্পর্কে তীব্র ভয় ঢোকানোসহ মানুষকে মারাত্মকভাবে বিভ্রান্ত করা হয়েছে বলে জানান সরীসৃপ গবেষক শাহরিয়ার সিজার রহমান।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
বিবিবি/আরবি/