ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

নেতাদের সালাম ঠোকনেওয়ালা সিবিআই বন্ধ করে দেওয়া উচিৎ- ভারতীয় হাইকোর্ট

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, এপ্রিল ৭, ২০১২
নেতাদের সালাম ঠোকনেওয়ালা সিবিআই বন্ধ করে দেওয়া উচিৎ- ভারতীয় হাইকোর্ট

‘নেতাদের সালাম ঠোকনেওয়ালা সিবিআই বন্ধ করে দেওয়া উচিৎ। ’ ভারতের শীর্ষ পুলিশি তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) সম্পর্কে এবার এমন কড়া কথা বলেছেন ভারতীয় হাইকোর্ট।



জনগণের আস্থার পাত্র হিসেবে একদার সুনাম কুড়ানো তদন্ত সংস্থা সিবিআইকে নিয়ে বিভিন্ন মহল থেকে টুক-টাক কথাবার্তা, অভিযোগের তীর আজকাল গা সওয়া হয়ে গেছে। নানা ঘটনায় বারবার প্রশ্ন উঠছে সিবিআই’র নিরপেক্ষতা নিয়ে। তবে সিবিআইকে নিয়ে হাইকোর্টের এ ধরনের বক্তব্য এই প্রথম।

হিন্দি দৈনিক নবভারত টাউম্স জানায়, গত শুক্রবার রাজস্থান হাইকোর্ট সম্প্রতি ‍আলোচিত ‘দারা সিং এনকাউন্টার’ মামলায় সিবিআউ’র ভূমিকার কঠোর সমালোচনা করেন। এসময় হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র শর্মা আরও বলেন, সিবিআই সদস্যরা নেতাদেরকে সালাম করে, তাদেরকে চা-নাস্তায় আপ্যায়িত করে। তাদেরকে আটকের পর ফের সসম্মানে বাড়িতে দিয়ে আসে। একই ক্ষেত্রে সিবিআই সাধারণ মানুষের সঙ্গে যা করে তা অমানবিক।

আদালত আরও বলেন, মনে হচ্ছে সিবিআই লক্ষচ্যুত হয়ে গেছে। এ অবস্থা অবসানের এটাই উপযুক্ত সময়।     

বিচারপতি মহেশ চন্দ্র শর্মা সিবিআই’র সাবেক হেড কনস্টেবল জগরামের করা একটি তদন্ত সূত্রে বলেন- একই মামলায় সিবি‌আই কোনো অভিযুক্তকে নিরাপত্তা হেফাজতে নেবার সপারিশ করে তো অপর অভিযুক্তকে দীর্ঘ সময়ের পুলিশ রিমান্ডে পাঠানোর আবেদন করে। এটা খুবই দুর্ভাগ্যজনক!

প্রসঙ্গত, দারা সিং এনকাউন্টার মামলায় অভিযুক্তদের মধ্যে পুলিশের এক ডিআইজি এবং বিজেপি’র এক বিধায়কও আছেন।

এ বিষয়ে ইঙ্গিত করে বিচারপতি মহেশ বলেন, মনে হচ্ছে সিবিআই এ মামলায় ব্যক্তিভেদে অভিযুক্তদের সঙ্গে আলাদা আলাদা আচরণ করছে।

উল্লেখ্য, ওই মামলায় সিবিআই গত বৃহস্পতিবার সাবেক মন্ত্রী রাজেন্দ্র রাঠোরকে গ্রেফতার করে আদালতে রিপোর্ট পেশ করে। এতে রাঠোরকে নিরাপত্তা হেফাজতে (জুডিশিয়াল কাস্টডি) পাঠানোর আবেদন করা হয়।

বংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১২

সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।