ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

দ্য হিন্দুকে জেনারেল সিং

সরকারকে কেন জানাতে হবে?

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, এপ্রিল ৭, ২০১২
সরকারকে কেন জানাতে হবে?

ঢাকা : ভারতীয় সেনাপ্রধান জেনারেল ভিকে সিং বলেছেন, তার এবং প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনির মাঝে কোনো ধরনের মতভেদ নেই। তবে তিনি তার ও প্রতিরক্ষামন্ত্রীর মাঝে বিদ্যমান বিবাদের জন্য আমলাতন্ত্রের দুর্বৃত্তদের দায়ী করেছেন।



শনিবার নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে ভারতের প্রভাবশালী দৈনিক ‘দি হিন্দু’কে তিনি বলেন, কোনো গড়বর নেই। সরকারের যে মত, আমারও তাই। সরকার ও আমার মাঝে ভালো সম্পর্ক বিদ্যমান আর প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও আমার কোনো মতানৈক্য নেই।

দু’দিনের নেপাল সফর শেষে দিল্লি ফেরার ঠিক আগ মুহূর্তে নেপালের ১১ ব্রিগেড বেস-এ জেনারেল সিং হিন্দুকে এ সাক্ষাৎকার দেন।     

হিন্দি দৈনিক নবভারত টাইম্স জানায়, জানুয়ারিতে দিল্লি অভিমুখে সেনা অগ্রসরের ওই থবর গত বুধবার প্রকাশের পর থেকে জেনারেল সিং এ ব্যাপারে এই প্রথম কোনো পত্রিকাকে বিশদ কিছু বললেন।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আরও জানায়, সেনাপ্রধান জেনারেল সিং বর্তমান পরিস্থিতির জন্য আমলাতন্ত্রে বিরাজমান ‘শারারতি (শয়তানি বা দুষ্টুমি করা) তত্ত্ব’কে দায়ী করেছেন।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে সরকারকে না জানিয়ে সেনাবাহিনীর দু’টি সুসজ্জিত ইউনিটের দিল্লি অভিমুখে যাত্রার খবর নিয়ে বর্তমানে ভারতীয় রাজনৈতিক অঙ্গন ও সেনাবাহিনীসহ দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। গত বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেস এ সংবাদ প্রকাশের পর থেকে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভারতীয় সেনাপ্রধান জেনারেল ভিকে সিং, প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনিসহ সরকার ও বিরোধীদলীয় রাজনৈতিকদের বক্তব্য পাল্টা বক্তব্যে দেশটির মিডিয়া এখনও চঞ্চল রয়েছে। বিরোধীদল বিজেপি সরকারি দলের কাছে জানতে চেয়েছে আসলে কী ঘটেছিল ১৬-১৭ জানয়ারি?

শুধু ভারতীয় মিডিয়া নয়, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটির এ ঘটনা বিবিসি, রয়য়টার্সসহ আন্তর্জাতিক মিডিয়াগুলো গুরুত্বের সঙ্গে প্রচার করে।

এদিকে, জেনালের সিং দিল্লিমুখী সেনা অগ্রসরের ঘটনা নিয়ে এর আগে দেওয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির সঙ্গে সুর মিলিয়ে দ্য হিন্দুকে জানান, ১৬-১৭ জানুয়ারির দুটি সেনা ইউনিটের দিল্লির দিকে অগ্রসর হওয়ার ঘটনা ছিল নিয়মিত অনুশীলনের অংশ।

তবে এরপর জেনালেল সিং বলেন, ‘সরকারকে এ ব্যাপারে অবগত করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। ’

তিনি আরও বলেন, ‘কেন খবর জানাতে হবে? কী হচ্ছিল তখন? আমরা এরকম (সেনা চলাচল) হর-হামেশা করে থাকি। ’ তার মতে এ নিয়ে গত বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় ছাপা হওয়া প্রতিবেদনটি উদ্ভট ও দুঃখজনক।

তবে এ ঘটনার পেছনে কার হাত থাকতে পারে- এ প্রশ্নের জবাবে জেনারেল সিং জানান, তিনি এ নিয়ে ভেবে সময় নষ্ট করতে আগ্রহী নন। তবে তিনি আমলাতন্ত্রের একটি অংশের প্রতি ইঙ্গিত করেন।

সিং বলেন, ‘বেশ কিছু গল্প আলোচিত হচ্ছে। একটি পত্রিকা সংবাদ ছাপে যে- এসব কেন্দ্রীয় এক মন্ত্রীর ইঙ্গিতে ঘটছে। আমলাতন্ত্রের একটি অংশ ভুয়া তথ্য দিয়ে থাকতে পারে। তারা তিলকে তাল বানিয়ে ছেড়েছে... ঈশ্বরই জানেন এর পেছনে কারা জড়িত, আমি এ ব্যাপারে ভেবে সময় নষ্ট করতে চাই না। ’

জেনারেল সিং এ প্রসঙ্গে তার জন্ম তারিখ বিতর্কের সূত্রে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করার সময় নিয়ে জটিলতা এবং সৈনিকদের কোনো গ্রুপের সঙ্গে তার কোনো ধরনের সম্পর্কের অভিযোগও বাতিল করে দেন। সেনাবাহিনী সরকারকে হঠাতে দিল্লি যাত্রা করেছিল- এ অভিযোগ তিনি জোরের সঙ্গে প্রত্যাখ্যান করেন।

দ্য হিন্দুকে প্রশ্ন করে জেনারেল সিং বলেন, ‘আপনারাও তো প্রয়োজনে সুপ্রিম কোর্টে যান। এর সঙ্গে সরকারের গদি ওল্টানোর কোনো সম্পর্ক আছে কি? এসব কথা অসুস্থ মনমানসিকতার লোকদের সৃষ্টি। যেসব লোক এসবের মাঝে কোনো সম্বন্ধ খুঁজে পায় তাদের মনোচিকিৎসকের কাছে যাওয়া উচিৎ। আমি গণতান্ত্রিক রাষ্ট্রের সংবাবিধানে স্বীকৃত বিধি মোতাবেক কাজ করেছি এবং (আমার সমস্যা নিয়ে) সুপ্রিম কোর্টে গিয়েছি। এতে সন্দেহ করার কী থাকতে পারে?’


বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১২

সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।