ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

টাইমের জরিপ: নেগেটিভ ভোটে শীর্ষে নরেন্দ্র মোদি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, এপ্রিল ৮, ২০১২
টাইমের জরিপ: নেগেটিভ ভোটে শীর্ষে নরেন্দ্র মোদি

ঢাকা : প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম-এর এক পাঠক জরিপে সবচেয়ে বেশি নেগেটিভ ভোট পেয়েছেন ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তি বাছাইয়ে টাইম আয়োজিত অনলাইন ভোটিং জরিপে নরেন্দ্র মোদির এই অবস্থান তার অনুসারীদের জন্য নিঃসন্দেহে কষ্টকর হবে।



এর অর্থ ওই জরিপে অংশগ্রহণকারীদের মাঝে মোদিকে দুনিয়ায় প্রভাবশালী মান্যকারীদের সংখ্যা তাকে ওই তালিকার বাইরে রাখতে প্রত্যাশীদের তুলনায় অনেক কম।

মোদী বিরোধীরা বলছে- মোদী যেভাবে টাইম সাময়িকীর ব্যাপারে প্রশংসা করে থাকেন ঠিক সেই ধারায় এই ম্যাগাজিনের জরিপে তার বিরুদ্ধে নেগেটিভ ভোটের বিষয়ে লোকজনকে নিজের প্রতিক্রিয়া জানানো উচিৎ। সম্প্রতি ‘ইয়থ ফর রেস্টোরেশন অফ ডেমোকোক্রেসি’ নামের একটি এনজিও মোদির বিরুদ্ধে অভিযোগ আনে যে, নিজের ইতিবাচক ভাবমূর্তি তৈরির জন্য তিনি সরকারি পদ ও প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করেন।

এদিকে, টাইমের প্রভাবশালী ওই তালিকায় মোদিকে রাখার পক্ষে ভোট পড়ে ২,৫৬,৭৯২ আর তাকে তালিকায় না রাখার পক্ষে ভোট পড়ে এরচেয়ে বেশি অর্থাৎ ২,৬৬,৬৮৪। এছাড়া ভোট দেওয়ার জন্য তালিকায় যেসব ব্যক্তির নাম ছিল- তাদের সবার মাঝে নেগেটিভ ভোটে মোদি অন্য সবাইকে ছাড়িয়ে যান।

বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে অনলাইন জরিপগুলোর মধ্যে গুরুত্বের বিবেচনায় টাইমের করা জরিপ শীর্ষে। এর আগের টাইমের এধরনের জরিপে সর্বাধিক নেতিবাচক ভোট পানেওয়ালাদের মাঝে আছেন- অ্যাডলফ হিটলার, সাদ্দাম হোসেন, ওসামা বিন লাদেন প্রমুখ।

উল্লেখ্য, ২০০২ সালের ফেব্রয়ারিতে ভারতের গুজরাটের ভয়াবহ দাঙ্গায় নরেন্দ্র মোদির ইন্ধন থাকার অভিযোগ করে থাকেন তার বিরোধীরা। ওই সময়টাতেও তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।

উল্লেখ্য, টাইমের জরিপে এবার মোদিসহ মোট ৬ জন আলোচিত ভারতীয় স্থান পান। অন্য ৫ জন হলেন- নীতিশ কুমার, শচীন টেন্ডুলকার, সালমান খান, বিদ্যা বালান ও আন্না হাজারে।

টাইম জরিপের চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে ১৭ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ০৮ এপ্রিল, ২০১২

সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।