ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই...

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, এপ্রিল ৮, ২০১২
দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই...

মানিকগঞ্জ: সবাই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বয়সেও তরুণ।

ক’দিন পরেই বিশ্ববিদ্যালয় পেরিয়ে কর্মক্ষেত্রে যোগ দেবেন তারা। একই সঙ্গে প্রত্যেকেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য।

গত ৬-৮ এপ্রিল মানিকগঞ্জে কইট্টায় প্রশিকা মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে ইয়েস সদস্যদের দুর্নীতিবিরোধী আন্দোলন সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং নিজ নিজ গ্রুপের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন উপলক্ষে তিন দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রায় ২ শতাধিক তরুণ সদস্য অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত সবাই সম্মিলিতভাবে দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেন।

শুক্রবার ইয়েস ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক রিজওয়ান-উল-আলম।

ক্যাম্পে অংশ নেওয়া তরুণদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, তরুণদের সক্রিয় ভূমিকা ছাড়া দেশ থেকে দুর্নীতির মূল উৎপাটন সম্ভব নয়। ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে যেসব বিষয় উল্লেখ করার মতো তাতে তরুণ সমাজের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

বিগত সময়ে বাংলাদেশের বিভিন্ন সাফল্যের উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্নীতি নিয়ন্ত্রণে রাখতে পারলে দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যেত। ’

রাজনৈতিক সদিচ্ছা, দুর্নীতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা, জাতীয় সততা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং জনসচেতনতার মাধ্যমে দুর্নীতিবিরোধী চাহিদা সৃষ্টির মাধ্যমে দুর্নীতি রোধে একটি সুনির্দিষ্ট কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন ড. ইফতেখারুজ্জামান।

এর আগে সকাল নয়টায় জাতীয় সংগীত ও দুর্নীতিবিরোধী থিম সঙ্গীত ‘জাগো মানুষ’ এর কোরিওগ্রাফি পরিবেশনের মাধ্যমে দিনের কার্যসূচি শুরু হয়।

কর্মশালায় দুর্নীতি প্রতিরোধে সোস্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে আলোচনায় অংশ নেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান।

তিনি বলেন, সুযোগ পেলে আমাদের তরুণরা অনেক কিছু করে দেখানে পারেন। বর্তমানে দেশে ১ কোটি ২০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। এরমধ্যে ৮০ হাজারের মানুষ বেশি ফেসবুক ব্যবহার করেন। ব্লগারের সংখ্যাও বাড়ছে। এই সকল সোস্যাল মিডিয়াগুলো ব্যবহারের মাধ্যমেও মানুষের মাঝে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি করা সম্ভব।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, কুয়েত মৈত্রী হল, ডেভলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, ইবাইস ইউনিভার্সিটি ও ঢাকা ইয়েস-১ দল এর ইয়েস সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১২

সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।