ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

আন্তঃবিশ্ববিদ্যালয় রচনা প্রতিযোগিতা

শেরিফ আল সায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, এপ্রিল ১০, ২০১২
আন্তঃবিশ্ববিদ্যালয় রচনা প্রতিযোগিতা

বাংলা ভাষায় সামাজিক সচেতনতা বাড়াতে ইস্টার্ন ইউনিভার্সিটি আন্তঃবিশ্ববিদ্যালয় রচনা প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে। এ আয়োজনে গণমাধ্যম সহযোগী হিসেবে কাজ করছে এ সময়ের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম।



ইস্টার্ন ইউনিভার্সিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে ‘জাতীয় জীবনে বাংলা ভাষার গুরুত্ব এবং প্রতিষ্ঠার উপায়’ শিরোনামে প্রথমবার এ আয়োজন করা হয়েছে। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।

আয়োজক সূত্র জানিয়েছে, পুরো প্রতিযোগিতায় সার্বিক তত্ত্বাবধায়নে থাকবে বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।

এ বিশেষ রচনা প্রতিযোগিতায় বেশ কটি বিষয় চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়গুলোর মধ্যে বাংলা ভাষাকে জাতীয় জীবনে প্রতিষ্ঠিত না করতে পারার কারণ, বাংলা ভাষাকে জাতীয় জীবনে প্রতিষ্ঠিত না করতে পারায় আমরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি এবং মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে কীভাবে বাংলা ভাষাকে জাতীয় জীবনে প্রতিষ্ঠা এবং যথাযোগ্য মর্যাদা প্রদান করার যাবে বলে মনে হয় সর্বোচ্চ গুরুত্ব পাবে।

এ প্রতিযোগিতায় রচনা অবশ্যই হাতে লিখে জমা দিতে হবে। কমপিউটার কম্পোজ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সেই সঙ্গে প্রতি পৃষ্ঠায় ১৮ থেকে ২০ লাইন এবং উত্তরপত্রের সর্বোচ্চ শব্দসীমা ১২০০ থেকে ১৫০০ হতে হবে। রচনা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল।

মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে আয়োজকরা বাংলানিউজকে জানায়, প্রথম পর্বে প্রাথমিকভাবে ৫০ জনকে বাছাই করা হবে। আর দ্বিতীয় পর্বে প্রথম ১৩ জনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হবে। আগামী ৩০ জুন পুরস্কার বিতরণ করা হবে।

প্রথম পুরস্কার হিসেবে থাকছে ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার ডেস্কটপ কমপিউটার এবং তৃতীয় পরুস্কার ডিজিটাল ডিকশনারি। এ রচনা প্রতিযোগিতায় অংশ নিতে (০১৬ ৮৪৩০ ৭২২২) এ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময় ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।