ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সম্মেলন ঢাকায় শুরু বৃহস্পতিবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, এপ্রিল ২৫, ২০১২
বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সম্মেলন ঢাকায় শুরু বৃহস্পতিবার

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশিপ সম্মেলন শুরু হচ্ছে ২৬ এপ্রিল। ‘ভবিষ্যতের বাংলাদেশ: অনুসন্ধানের পথে’ শীর্ষক তিন দিনব্যাপী এ সম্মেলনে তথ্য ও জ্ঞান বিনিময়, শিক্ষণ ও নেটওয়ার্কিংয়ের জন্য বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর এবং সিলেট থেকে ৪৫০ জন প্রতিনিধি ও  জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৫০ জন বক্তা মিলিত হচ্ছেন।

  এর মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও এমআইটি থেকে আসা বক্তারাও রয়েছেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনের মূল পৃষ্ঠপোষক ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এবং এর  অংশীদার বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সম্মেলনে উদ্যোক্তা, নেতৃত্ব, বিশ্ব নাগরিকত্ব, শিক্ষা ও জীবিকা, জলবায়ু পরিবর্তন, নারী ও নেতৃত্ব, রাজনীতি ও নিউ মিডিয়া -এর ওপর সভা ও বিশেষজ্ঞ আলোচনার আয়োজন থাকবে  এবং এর সঙ্গে চলবে টিম বিল্ডিং ও রিফ্লেকশন সেশন।

এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে প্রতিনিধিরা বাংলাদেশের উন্নয়নে নেতৃত্ব চর্চ্চার বর্তমান চ্যালেঞ্জ ও সুযোগের অন‍ুসন্ধান করবেন, নতুন পথের অনুসন্ধান করবেন ও দীর্ঘমেয়াদী সস্পর্ক তৈরির চেষ্টা করবেন।
 
বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এজাজ আহমেদ বুধবার বলেন, “নেতৃত্ব এমন বাহন যা আজকের বাংলাদেশ ও ভবিষ্যত বাংলাদেশের মধ্যে ব্যবধানে সেতুবন্ধন গড়ে তুলতে পারে। এই নেতৃত্ব তরুণ প্রজন্মের হাত ধরেই আসতে হবে। আমরা এ সম্মেলনের আয়োজন করেছি আমদের তরুণ প্রজন্মের প্রতিভা ও সম্ভাবনাকে উদযাপন করতে এবং তাদের মধ্যে নেতৃত্বের মূল্যবোধ, ভাবনা, এবং সক্রিয় নাগরিকত্ব সঞ্চারিত করতে। ”

২১০০ আবেদন পত্রের মধ্যে থেকে ৪৫০ জন কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় এই সম্মেলনের প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হয়।

বিওয়াইএলসির সভাপতি ব্যারিস্টার মনজুর হাসান বলেন, “বিওয়াইএলসির বড় শক্তি বিভিন্ন আর্থ-সামাজিক, শিক্ষা এবং ধর্মীয় ভিত্তির তরুণ প্রজন্মকে নিয়ে একসঙ্গে কাজ করা। এই সম্মেলন তরুণ প্রজন্মকে একত্রিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং একীভূত সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে। ”

সিটি ইয়ার বস্টনের পরিচালক ড. ম্যাক্স ক্লউ এবং বিওয়াইএলসির  ইয়ুথ লিডারশিপ প্রোগ্রামের পরিচালক ইভদাদ অহমেদ খান মজলিশ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

সম্মেলনের গোল্ড স্পন্সর রহিম আফরোজ ও ডেইলি স্টার এবং সিলভার স্পন্সর এফবিসিসিআই, এ্যাডকম, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক, রবি এক্সিয়াটা লি., ড্রিকআইসিটি এবং রেডিও ফুর্তি টেলিকম, আইসিটি ও রেডিও পার্টনার।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২  
একেআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।