ঢাকা : রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী তরুণদের সম্মেলন ‘ইয়ুথ লিডারশিপ সামিট ২০১২’ শুরু হয়েছে।
বৃহস্পতিবার ‘ভবিষ্যতের বাংলাদেশ: অনুসন্ধানের পথে’ স্লোগান নিয়ে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের উদ্যোগে এ আয়োজনের উদ্বোধনী পর্ব শুরু হয় সকাল ১০টায়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি এজাজ আহমেদ।
তিনি এমন আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বলেন, দেশের তরুণদের জীবনের লক্ষ্য ঠিক করে দেওয়ার চেষ্টা হিসেবেই এ সম্মেলন। বক্তৃতা দিয়েই নেতা হওয়া যায় না। নেতা হতে হলে প্রয়োজন জ্ঞান অর্জন। জ্ঞানের অর্জনের মাধ্যমেই নিজেকে চেনা যাবে। নিজেকে চিনলেই দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে সক্ষম হবে তরুণ প্রজন্ম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ। তিনি তরুণদের উদ্দেশে বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। তরুণদের জন্য বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সুপরিচিত হতে সক্ষম হচ্ছে।
তিনি সরকারের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশে প্রতি বছরই বাড়ছে। খাদ্য উৎপাদন বাড়ছে। পুরুষ-নারী বৈষম্য কমছে। আর এ সবই সম্ভব হচ্ছে তরুণ প্রজন্মের উদ্যোগের জন্যই।
মাহবুব আহমেদ শিক্ষাকে স্বপ্ন পূরণের হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীনতার মাত্র চল্লিশ বছরের মধ্যেই যে পরিমাণ জিডিপি অর্জন করেছে তা পৃথিবীর কোনো দেশ অর্জন করতে করতে পারেনি।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের নেতৃত্বের জন্যই আমরা অপেক্ষা করছি। তোমাদের নেতৃত্বেই আমরা এগিয়ে যেতে চাই। সে জন্য বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের নেতৃত্ব নিয়ে কাজ করার উদ্যোগটি প্রশংসাযোগ্য।
এছাড়াও ইয়ুথ সামিটে বিশেষ অতিথির আসনে ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ এবং নাট্য ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা আলী যাকের।
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, আমরা সবাই সাফল্যের পেছনে ছুটি। কিন্তু সাফল্য মানে হলো দক্ষতা অর্জন। এটি খুব বড় বিষয় নয়। আমাদের স্বার্থক হওয়া উচিত। স্বার্থক জীবনই মানুষের অর্জন করা উচিত।
তিনি নেতা হওয়া প্রসঙ্গে বলেন, নেতা মানেই হলো ‘আমি মানি না’ বলতে জানা। সেই মানুষটিই নেতা হতে পারেন যিনি বিরুদ্ধে কথা বলার সাহস রাখেন। নেতা কোনো সাধারণ মানুষের কাজ নয়। নেতা মানে পাগলামি। তোমরা সবাই পাগল হও। হিসাব কষে নেতা হওয়া যায় না। নেতা সেই হয় যে সকল হিসেবের বাইরে নিজেকে নিয়ে যেতে পারে।
এছাড়া নাট্য ব্যক্তিত্ব আলী যাকের বলেন, বাংলাদেশের প্রতিটি ক্রান্তি লগ্নে জেগে উঠেছে তরুণরা। তোমরাও জাগবে এবং দেশকে বদলে দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের গভর্নিং বোর্ডের সদস্য পিয়াল ইসলাম একটি তরুণদের নিয়ে করা একটি জরিপের উপর বক্তব্যে দেন। গত বছরের ইয়ুথ সামিটে দুশজন তরুণ প্রতিনিধিদের ৫৪ বিষয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তর থেকে বের হয়ে আসা বিষয়গুলো নিয়ে একটি রিপোর্টের মোড়ক উন্মোচন হয় উদ্বোধনী পর্বে।
এ জরিপ প্রসঙ্গে পিয়াল বলেন, যুব সমাজের ৪০% তরুণ মনে করেন তারা পড়াশোনা শেষ করে চাকরি নয়; নিজের মতো কিছু করতে চায়। এছাড়াও ৮১% তরুণ মনে করেন আমাদের দেশে নেতৃত্বের অভাব আছে। তাই দেশ সঠিক দিকে এগুচ্ছে না।
পিয়াল জরিপের কথা উল্লেখ করে বলেন, জরিপে উঠে এসেছে ৬৪% তরুণ মনে করেন মুক্তিযোদ্ধাদের পরিবারদের কোটা সিস্টেম সঠিক সিদ্ধান্ত নয়। কারণ, চাকরি, বিশ্ববিদ্যালয়ের ভর্তিসহ বিভিন্ন জায়গা কোটা আছে। এটি বন্ধ করতে হবে।
উদ্বোধনী পর্ব শেষে এগারোটা থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক বক্তাদের বিভিন্ন বিষয়ের উপর সেমিনার। সম্মেলনটি চলবে ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ সম্মেলনে তথ্য ও জ্ঞান বিনিময়, শিক্ষণ ও নেটওয়ার্কিংয়ের জন্য সারা দেশ থেকে ৪৫০ জন প্রতিনিধি ও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৫০ জন বক্তা মিলিত হয়েছেন। এর মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও এমআইটি থেকে আসা বক্তারাও রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৩১ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর