ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

এক বোঁটায় ৩৮ লাউ!

স্বপন দাস, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, এপ্রিল ২৯, ২০১২
এক বোঁটায় ৩৮ লাউ!

নাটোর: আর পাঁচটা লাউগাছের মতোই সাধারণ একটি লাউগাছ। তবে অস্বাভাবিক বিষয় হচ্ছে, এ গাছের একটি বোঁটাতেই ধরেছে ৩৮টি লাউ!

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের নওদাপাড়া গ্রামের চা-দোকানি ছলিমুদ্দিনের বাড়ির ওই লাউগাছটির প্রতি এখন প্রতিবেশীদের অশেষ কৌতূহল।



ছলিমুদ্দিনের বাড়িতে অবস্থিত সিসিডিবি-সিপিআরপি’র আদর্শ মহিলা ফোরাম ঘরের ছাউনিতে ডালপালা ছড়িয়ে আছে লাউগাছটি।

নিজ হাতে লাগানো লাউ গাছের ১টি বোঁটায় ৩৮টি লাউ ধরায় খুবই খুশি ছলিমুদ্দিনের স্ত্রী আম্বিয়া বেগম (৪০)।

এ ব্যাপারে গৃহবধূ আম্বিয়া বলেন, ‘আমি খুবই খুশি। আরও খুশি হতাম, যদি এটাকে সারাজীবন স্মৃতি করে রাখতে পারতাম’।

এ ব্যাপারে নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নারায়ণ চন্দ্র বসাক জানান, এটা অস্বাভাবিক হলেও আনব্যালান্স জিন অর্থাৎ অসামঞ্জস্য জিনের বৈশিষ্ট্য বলা যেতে পারে। শুধু গাছ নয়; মানবদেহের ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২

সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।