ওরা বলেন নিখোঁজ তিনি
তারা বলেন গুম
আমরা সবে দেখেছি চেয়ে
বলাবলির ধুম।
কেউ বলেন জ্যান্ত পাবেন
কেউ বলেন পাবেন না
দেশের মানুষ বলছে কী যে
সেসব নিয়ে ভাবেন না!
লুনা আছেন অনেক আশায়
ফিরবে তার স্বামী
এই দুনিয়ায় স্ত্রীর কাছে
স্বামীই হলো দামী।
গুম নিখোঁজে করছে গরম
তারা তো রাজনীতি!
আমজনতার মনের ভিতর
জমছে কেবল ভীতি।
ahmahbub@gmail.com
বাংলাদেশ সময় : ২০৫৫ ঘণ্টা, ২৯ এপ্রিল, ২০১২।