এ বছর তার এইচএসসি পরীক্ষায় বসার কথা ছিল। কিন্তু সহপাঠীরা যখন পরীক্ষার হলে নিবিষ্ট মনে প্রশ্নের উত্তর লেখায় ব্যস্ত, একদিনের পরীক্ষা শেষে বাড়িতে এসে পরবর্তী পরীক্ষার প্রস্তুতিতে নিমগ্ন- তখন বিছানায় শুয়ে মুত্যৃর প্রহর গুণছে ১৮ বছরের তরুণ আব্দুল ওহাব।
কিছুদিন আগে হঠাৎ করে মারাত্মক অসুখের খবরটি জানতে পারে রাজশাহী সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এই ছাত্র। চিকিৎসক জানান, তার ওরাল ক্যান্সার হয়েছে। ওহাবের পিতা মোখলেসুর রহমান একজন সাধারণ ইলেকট্রিশিয়ান। পুত্রকে নিয়ে তিনি এখন মহাসঙ্কটে।
রাজধানীর মিরপুরের ক্যান্সার ইন্সটিটিউটের ডা. আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আব্দুল ওহাবকে সুস্থ করে তুলতে ১১ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তার অতিদরিদ্র পরিবারের পক্ষে এই বিশাল অঙ্ক যোগাড় করা অসম্ভব।
তবে দেশে-বিদেশে অনেক সহৃদয় বিত্তবান আছেন যাদের কাছে এই পরিমাণ অর্থ তেমন বড় বিষয় নয়- যদি এতে করে বেঁচে যায় একটি সম্ভাবনাময় তাজা তরুণ প্রাণ।
অনন্যোপায় হয়ে মোখলেসুর দেশ-বিদেশের সহৃদয় ব্যক্তিদের কাছে আকুল আবেদন করেছেন পুত্র ওহাবের চিকিৎসা সাহায্যে এগিয়ে আসার জন্য।
সাহায্য পাঠানোর ঠিকানা : এমডি মোখলেসুর, অ্যাকাউন্ট নং- ৭১৬, উত্তরা ব্যাংক, রায়পুর শাখা, থানা রায়পুর, জেলা লক্ষ্ণীপুর। মোবাইল: ০১৭১২-৫৩০০৩১।
বাংলাদেশ সময় : ১৭৫৯ ঘণ্টা, ০৪ মে, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর
ahsan@banglanews24.com