ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

নারী হতে বাধা নেই বিধান বড়ুয়ার

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, মে ৮, ২০১২
নারী হতে বাধা নেই বিধান বড়ুয়ার

ভারতের উত্তর-পূর্ব অসম অঙ্গরাজ্যের রাজধানী গুয়াহাটির ছেলে বিধান বড়ুয়া। ছেলে হয়ে জন্মালেও আচার-আচরণ আর চলাফেরায় ছিল তার মেয়েলি ভাব।

ছোট থেকেই তিনি মনে প্রাণে নিজেকে মেয়ে বলেই মনে করতেন। সত্যিকারের মেয়ে হওয়ার বাসনা জমতে থাকে তার মনে। তাই বড় হয়ে নিজের জমানো টাকায় অস্ত্রোপচারের মাধ্যমে নারী হওয়ার চেষ্টা শুরু করেন বিধান।

কিন্তু সমাজে লোকলজ্জার ভয়ে বিধানের এই প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ান তার বাবা-মা। কিন্তু সমাজ ও পরিবারের শত প্রতিবন্ধকতা থাকলেও দমে যাওয়ার পাত্র নন বিধান। তাই বাধ্য হয়ে নিজের ইচ্ছা পূরণে তিনি আদালতের কাছে যান।  

শেষ পর্যন্ত সোমবার ‘লিঙ্গ পরিবর্তন’ সংক্রান্ত শুনানির পর মুম্বাই হাইকোর্ট বিধানের পক্ষে রায় দিয়েছেন।
আদালত তার পক্ষে রায় দিয়ে বলেন, ‘বিধান সাবালক। এমন কোনও আইন নেই যা তাকে লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত অস্ত্রোপচার থেকে রুখতে পারে। ’

অস্ত্রোপচারের বিপক্ষে পরিবারের অব্যাহত চাপ আর হুমকির বিষয়ে আদালত আরো বলেন, ‘এমন কোনো হুমকি এলে পুলিশের কাছে অভিযোগ দিলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ’

আরো জানা গেছে, বিধান এক ফ্লাইট লেফটেন্যান্টের প্রেমেও পড়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতে লিঙ্গান্তরিত হওয়ার প্রবণতা ক্রমেই বাড়ছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মে ০৮, ২০১২
এআই/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।