ঢাকা: জুতোর বাক্সের ভেতর পাওয়া গেছে ১৯১২ সালের কলকাতার জীবনযাত্রা নিয়ে তোলা বেশকিছু ফটোগ্রাফ। এর মধ্যে ব্রিটিশ রাজপরিবারের ভারতীয় উপমহাদেশ সফরের কিছু ছবিও আছে।
রয়েল কমিশন অব অ্যানসিয়েন্ট অ্যান্ড হিস্টোরিক্যাল মনুমেন্টস অব স্কটল্যান্ডের (আরসিএএইচএমএস) রক্ষিত এসব সংগ্রহের মধ্যে সেই সময়ে ব্যবহৃত ভঙ্গুর নেগেটিভ গ্লাস প্লেটও আছে। ধারণা করা হচ্ছে, ১৯১৪ সালের পত্রিকায় মোড়ানো অবস্থায় ভারত থেকে ব্রিটেনে ফিরিয়ে আনার পর এখন অব্দি সেগুলো খোলা হয়নি।
দুর্লভ সেসব ছবিতে ১৯১২ সালে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ ও রাণী মেরির একমাত্র ভারত সফর, হুগলি নদী বন্দরের চাঁদপাল ঘাট, কলকাতার ময়দানে ধর্মোৎসব উপলক্ষে জড়ো হওয়া তীর্থযাত্রী, ওড়িষার জগন্নাথ মন্দির, হাওড়া স্টেশনে মালবোঝাই ঠেলাগাড়ি টানার দৃশ্য, বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা নারী (সম্ভবত দার্জিলিঙে) প্রভৃতি বিষয় স্থান পেয়েছে।
আরসিএএইচএমএস‘র স্থাপত্যশিল্প বিষয়ক ঐতিহাসিক ক্লেয়ার সোরেনসেন বলেন, ‘নেগেটিভগুলো কীভাবে আমাদের সংগ্রহে এসেছে সেটা আমরা নিশ্চিত নই। কারণ অসংখ্য উৎস থেকে আমরা বহু দুর্লভ জিনিস সংগ্রহ করি। বেশিরভাগ সময় এসব সংগ্রহের কোন প্রামাণ্য নথি থাকে না। ’
তিনি জানান, ‘পর্যায়ক্রমে এসব সংগ্রহের সবগুলিই তালিকাভূক্ত করা হবে এবং প্রদর্শনীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ’
কর্তৃপক্ষ এখন ছবির চিত্রগ্রাহক এবং সংগ্রাহককে খুঁজে বের করার চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘন্টা, মে ০৮, ২০১২।
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর