ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

জলাভাবে পাত্রী সঙ্কট!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৬, মে ৯, ২০১২
জলাভাবে পাত্রী সঙ্কট!

ঢাকা: ভারতে গুজরাটের বডোদরা জেলার দু’টি গ্রাম জেতপুর ও দেভালিয়া। সেখানে নেই কোনো পানি।

আর এ প্রভাব গিয়ে পড়েছে সে অঞ্চলের পাত্রদের উপর। ছেলে অনেক ভালো হলেও গ্রাম দু’টিতে কেউ মেয়ে দিতে রাজি হননা।

কারণ একটাই প্রতিদিনের প্রয়োজনীয় পানি আনতেও গ্রামবাসীদের পারি দিতে হয় বেশ কয়েক মাইল পথ। খবর আনন্দবাজার পত্রিকা।

পঞ্চায়েত সদস্য হরিশ বাসব এ সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘মূলত খাবার পানির সমস্যার জন্যই এ গ্রামে কোনো বাবা-মা তাদের মেয়েকে বিয়ে দিতে চান না। ’

দেভালিয়ার এক বাসিন্দা শাহিদা বানু। তিনি জানালেন, এ অঞ্চলে এতটাই পানির অভাব বাড়িতে অতিথি এলেও আমরা তাদের পানি দিতে পারি না। এর পরিবর্তে দিতে হয় এক বোতল ঠাণ্ডা পানীয়।
   
এদিকে সমস্যা দূরিকরণে বেশ কয়েকবার প্রকল্প হাতে নিয়েও তা আর বাস্তবায়ন হয়নি। সর্দার সরোবর বাঁধ প্রকল্পের মাধ্যমে নিয়মিত নর্মদার পানি সরবরাহ করা হয় উত্তর গুজরাত, সৌরাষ্ট্র, কচ্ছ এবং রাজস্থানে।   অথচ গুজরাতের ওই দুই গ্রামের প্রায় তিন হাজার বাসিন্দা তীব্র পানি কষ্টে বছর পার করেন। গরমে যা স্বাভাবিকভাবেই আরও বৃদ্ধি পায়।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, মে ০৮, ২০১২

সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।