ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

রম্য

আলাদিনের দৈত্য যখন বাংলাদেশে...

সাখাওয়াত হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, মে ১২, ২০১২
আলাদিনের দৈত্য যখন বাংলাদেশে...

একবার আলাদিনের সেই চেরাগটি রাস্তা ভুল করে বাংলাদেশে এসে পড়ল। চেরাগ বা চেরাগের ভেতরের দৈত্যটার ভাগ্যটা একটু বেশিই ভালো, কারণ তাকে পেয়েছেন এক ‘সুশীল বাঙালি’।

যা হোক সুশীল-বুদ্ধিজীকী বলে কথা, আলাদিনের চেরাগের দৈত্যকে মহাসমারোহে আনুষ্ঠানকিভাবে বরণ করে নেয়া হলো।

দিনকাল ভালোই কাটছিলো দৈত্যের। একদিন সে বুদ্ধিজীবীর কাছে এসে বলল, স্যার আপনি হয়তো জানেন না আমি তিনটি ইচ্ছা পূরণ করতে পারি।
 
কেন জানবো না, অবশ্যই জানি!
 
তাহলে আপনি কেন আমার কাছে কিছু চাচ্ছেন না?
 
তুমি পারবা কি না, এই শঙ্কায়।
 
কি বলছেন স্যার, হুকুম করেই দেখুন, এখনই হাজির করে দিচ্ছি। কী লাগবে শুধু বলুন? White house এর গদি, ইরাকের তেল, বিশ্বের ক্ষমতা, শাকিরার wakawaka, নাকি বিশ্বকাপের ট্রফি?
 
বুদ্ধিজীবি: না না এসব কিছুই লাগবে না। তবে যেহতু এত করে বলছো, তাহলে আমার তিনটি ইচ্ছে শুনো
১ম- বুড়িগঙ্গার পানি সব সরিয়ে ইংলিশ চ্যানেলের পানি দিয়ে বদলে দাও।
 
২য়- সব পাবলিক ভার্সিটির সেশন জট আর ঢাকার যানজট দূর করে দাও।
 
৩য়- এটা একটা গোপনীয়চুক্তি, কানে কানে শুনে যাও। আমাকে আরেকটা আলাদিনের চেরাগ দাও যা আমার আরও তিনটি ইচ্ছে পূরণ করবে।
 
জবাবে চেরাগের দৈত্যের উত্তরগুলো শুনুন
 
১. বুড়িগঙ্গায় পানি থাকলে তো কোনো ব্যাপারই ছিলো না, কিন্তু জাঁহাপানা বুড়িগঙ্গায় তো পানিই নেই, ওখানে পানির মধ্যে কোনোবর্জ্য পদার্থ নেই; বর্জ্য পদার্থের মধ্যে পানি। এটা আমার পক্ষে সম্ভব নয়।
 
২. যানজটের কথা বলছেন তো, এটা আপনি না চাইলেও আমি নিজে থেকেই করে দিতাম, আজ দুপুরে মগবাজার গিয়ে দেখি চারপাশে এত ধোঁয়া, দেখে আমি নিজেই বুঝতে পারিনি কোনটা আমার চেরাগের ধোঁয়া আর কোনটা আপনাদের চেরাগের ধোঁয়া। আর ঘটনা তো এটা না, সিগন্যাল ছাড়ার পর এগুতে গিয়ে দেখি আমার উল্টাদিক থেকে হাজার খানেক বাস আমার দিকে আসছে। এখানে কোনটা যে system, আর কোনটা যে system loss এটা আমার বোধগম্য নয়। দুঃখিত জাঁহাপনা, সেশন জট আর যানজট কোনোটাই আমার দ্বারা সম্ভব নয়।
 
৩. আপনি সত্যিকার অর্থে একজন বাঙালি, আমার আর কিছু বলার নেই।

লেখক: বুয়েট অধ্যয়নরত, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ (শেষ বর্ষ)

বাংলাদেশ সময় : ১৯১১ ঘণ্টা, ১২ মে, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।