এক বছরে স্বপ্নযাত্রা! এত তাড়াতাড়ি এক বছর চলে গেল! মনে হচ্ছে যেন, এই তো সেদিন দেখলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম দেশের নতুন প্রজন্মের সব ধরনের উদ্যোগ, আবিষ্কার, ভাবনা, সৃজনশীল আড্ডা এবং স্বপ্নের কথা দেশ-বিদেশে ছড়িয়ে দিতে চায়। এই উদ্যোগের শিরোনাম ‘স্বপ্নযাত্রা’।
নতুন এই বিভাগটি সাজানো হবে তরুণ প্রজন্মকে নিয়ে। তারাই হবেন এর প্রাণ। সেই যে ১৭ মে ২০১১ তে শুরু, দেখতে দেখতে একটি বছর চলে গেল!
এই এক বছরে স্বপ্নযাত্রায় উঠে এসেছে তরুণদের সাফল্য গাঁথা, নব নব আবিষ্কার, তরুণদের স্বপ্ন, তরুণদের চাওয়া-পাওয়া, ইচ্ছা-আকাঙ্খা, সংগঠন সংবাদ, ক্যাম্পাসের খবর, ইত্যাদি।
বিশেষ দিনেও সরব ছিল স্বপ্নযাত্রা। ঈদ, নববর্ষ, মা দিবস, ভালোবাসা দিবস, বন্ধু দিবস, বাংলা ব্লগ দিবস এমন অনেক দিবসেই স্বপ্নযাত্রার আয়োজন ছিল চোখে পড়ার মত। দেশের চলমান বিভিন্ন ইস্যুতে তরুণদের মন্তব্য সংকলন স্বপ্নযাত্রার সবচেয়ে আকর্ষণীয় একটি কার্যক্রম। সংবাদমাধ্যমগুলোর অন্যান্য বিভাগ যেখানে আশা-নিরাশা-হতাশার খবরে ভরা থাকে তার বিপরীতে স্বপ্নযাত্রা বিভাগটিতে সব সময়ই শুধু সম্ভাবনা, আশা আর উদ্ভাবনী সংবাদে থাকে ঠাসা। গঠনমূলক কিছু করে জীবনে সফল হওয়ার পথে তরুণদের আইডল হিসেবে গ্রহণ করার মত ব্যাক্তিদের জীবনী, তাদের বিখ্যাত বক্তৃতা, তরুণদের প্রতি তাদের আহ্বান সবই ছিল স্বপ্নযাত্রায় এই এক বছরে।
এবার আসি ভিন্ন প্রসঙ্গে। স্বপ্নযাত্রা তরুণদের নিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি তরুণদের সুযোগ করে দিয়েছে এই বিভাগে লেখা প্রকাশের। আমি নিজে এখনও এই পাতায় লিখি। ব্যস্ততার পাশাপাশি প্রতিদিনই ইচ্ছে হয় লেখা পাঠাতে, কিন্তু শেষে আর হয় না বিভিন্ন ব্যস্ততায়। তবে লেখা না পাঠানো হলেও প্রায় প্রতিদিনিই নিয়ম করে ফেসবুকের পাশাপাশি স্বপ্নযাত্রায় ঢুঁ মারি।
প্রাপ্তির গল্প থেকে ফিরে আসি চাওয়ায়। স্বপ্নযাত্রায় চাওয়া বলতে আর কি? যা পায়, তাই তো অনেক বেশি। শুধু তরুণদের নিয়ে দেশের আর কয়টি গণমাধ্যমই বা এতটা ভাবে, যেমনটি আন্তরিকতার সাথে ভাবে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
স্বপ্নযাত্রা বর্তমানে তরুণদের জন্য একটি ভার্চুয়াল প্ল্যাটফরম। তবে স্বপ্নযাত্রা যদি একটি বাস্তবিক প্ল্যাটফরম তথা কোনো পাঠক সংগঠন করে তবে এর বিস্তৃতি আরও ব্যপকতা লাভ করবে বলে আমি মনে করি। কিছুদিন আগে এরকম একটি মহৎ উদ্যোগ নেওয়াও হয়েছিল এবং আমার সৌভাগ্য যে, এর সঙ্গে আমিও প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। কিন্তু পরে বিভিন্ন কারণে হয়নি। আবারও উদ্যোগটি গ্রহণ করলে মন্দ হয় না। আমি ব্যক্তিগতভাবে সঙ্গে আছি, ইনশাল্লাহ্ থাকবো।
এভাবেই হয়ত এমন একদিন আসবে যখন তারুণ্য আর স্বপ্নযাত্রা সমার্থক হয়ে যাবে। নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ।
স্বপ্নযাত্রা শুধুই তরুণদের কথা বলে, তারুণ্যের কথা বলে। তরুণরাই একদিন হাল ধরবে এই দেশের। তারুণ্য জয়ী হলেই স্বপ্নযাত্রার জয় হবে এবং এই জয়ের মাধ্যমেই তরুণরা তাদের নিজেদের মত করে গড়বে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে।
এক বছর পূর্তিতে স্বপ্নযাত্রা সংশ্লিষ্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মে ১৭, ২০১২
সম্পাদনা: শেরিফ আল সায়ার, বিভাগীয় সম্পাদক