ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

ধ্বংসের মুখে হাজীগঞ্জের বাঁশ শিল্প

কাদের পলাশ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, মে ৩১, ২০১২
ধ্বংসের মুখে হাজীগঞ্জের বাঁশ শিল্প

চাঁদপুর: দিনদিন ধ্বংসের দিকে এগিয়ে যাচেছ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। বাঁশ ঝাড় ধ্বংস, আর প্লাস্টিক সামগ্রীর দাপটে দিনদিন কমে আসছে বাঁশের ব্যবহার।



এদিকে সামন্য পরিবমানে বাঁশ পাওয়া গেলেও অধিক দামে তা কিনে প্রয়োজনীয় সামগ্রি তৈরিতে ছৈয়ালরা (বাঁশ শিল্পি) দিনদিন আগ্রহ হারাচ্ছে।

বর্তমানে প্লাস্টিক সামগ্রীর সয়লাবের ফলে এ পেশায় নিয়োজিত শতশত শ্রমিক বেকাদায় হয়ে পড়েছেন। হাজীগঞ্জসহ, কচুয়া, মতলব, হাইমচরের ছৈয়ালরা এ পেশা ছেলে ভিন্ন পেশায় সম্পৃক্ত হচ্ছে।
 
জেলার প্রায় শতশত পরিবারের এক সময় এ পেশায় জড়িত থেকে জীবিকা নির্বাহ করতেন। তারা বাঁশ দিয়ে বিভিন্ন ওড়া, ঝুড়ি, টুকরি, কুড়ি, চাটাই, মাছের খাঁচা, মাছ ধরা খোলই (ছাই), বাঁশের হারিকেনসহ ইত্যাদি তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

তবে বংশগত বাঁশ শিল্পীরা পুরোনো পেশা ভুলতে পারেননি। এখনো বিভিন্ন উপজেলায় বড় বড় হাট বাজারে তাদের উৎপাদিত বাঁশ ও বেতের সামগ্রী দেখা যায়।

দেশের বিভিন্ন এনজিও ব্যাংক বিভিন্ন পেশার লোকদের ঋণ দিলেও এ বাঁশ শিল্পীদের সাহায্যে কেউ এগিয়ে আসেনি।
 
হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের মালিগাঁও গ্রামের মৃতঃ আব্দুল বারেকের ছেলে আলী হোসেন বাংলানিউজকে জানান, বাপদাদার পেশা তাই জীবন বাঁচাতে কষ্ট হলেও এখানো এ পেশায় আছি।

কাঁঠালী গ্রামের মনির হোসেন বাংলানিউজকে জানান, এক সময়ে আমার ৫টি প্রজেক্ট ছিলো। বর্তমানে একটিমাত্র প্রজেক্ট রয়েছে। যেখানে দৈনিক ২০/২৫ জন লোক বিভিন্ন কমিশনের ভিত্তিতে কাজ করতো।

তিনি আরও জানান, বর্তমান জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় একটি বাঁশ ২০০/২৫০ টাকা কিনতে হয় এবং সে বাঁশ থেকে কচ্ছি-কাঠি বের করে বিভিন্ন রকম জিনিস বানিয়ে বাজারে বিক্রি করে যে টাকা উপার্জন হয় তা দিয়ে অতি কষ্টে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়।

কচুয়া উপজেরা হয়াৎপুর গ্রামের চিত্তরঞ্জন বাংলানিউজকে জানান, আমাদের গ্রামে অনেক পরিবার এ পেশায় সম্পৃক্ত থাকলেও বাঁশের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় এ পেশা থেকে অনেক পরিবার অন্য কাজে সম্পৃক্ত হয়ে গেছে।

তবু অনেক পরিবার বা গ্রামে বংশ পরম্পরায় হাতে গোনা কয়েকজন এখনো পেশা ধরে রেখেছে।

চাঁদপুরের বাঁশ শিল্পীদের আবেদন সরকার যদি এ শিল্পে ভূর্তুকি বা ঋণ সহায়তা দেয় তবে বাঁশ শিল্প দেশের বেকারত্ব দূরীকরণে একটি সম্ভাবনাময় খাত হতে পারে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।