ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

জাতীয় নাট্যশালায় ‘শাপমোচন’

আশরাফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫২, মে ৩১, ২০১২
জাতীয় নাট্যশালায় ‘শাপমোচন’

ঢাকাঃ রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বৃহস্পতিবার মঞ্চস্থ হলো বিশ্বকবি রবি ঠাকুরের নৃত্যনাট্য ‘শাপমোচন’। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট(আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের আয়োজনে আন্তর্জাতিক নাট্যোৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ হয় এ নাটক।

ভারতের পল্লভী ড্যান্স সেন্টার এ নাটক মঞ্চস্থ করে।

নাটকটির পরিচালক ও নির্দেশক মিনু হক বাংলানিউজকে বলেন, ‘বিশ্বকবি রচিত এ গীতিনাট্যটি মঞ্চায়ন করতে প্রচুর অনুশীলন করতে হয়েছে। চেষ্টা করেছি অবিকৃতভাবে উপাস্থাপনের। দর্শকদের আনন্দ দিতে পারলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ’

এর আগেও ভারতেও পল্লভী ড্যান্স সেন্টার ‘শাপমোচন’ মঞ্চস্থ করেছে বলেও জানান মিনু হক।

পটভূমি:  গন্ধর্ব সৌরসেন সুরলোকের সংগীতসভায়  অগ্রণীদের একজন। তার প্রেয়সী মধুশ্রী গেছে সুমেরু শিখরে  সূর্য প্রদক্ষিণে। সৌরসেনের মন উদাসী, আনমনা হয়ে তার মৃদঙ্গের তাল যায় কেটে,  উর্বশীর নাচে পড়ে বাধা, ইন্দ্রাণীর কপাল রাঙা হয়ে উঠে।

সুরসভার অভিশাপে গন্ধর্বের দেহশ্রী হয়ে যায় বিকৃত। অরুণেশ্বর নাম নিয়ে তার জন্ম হয় গান্ধার রাজগৃহে। মধুশ্রী ইন্দ্রাণীর পাদপীঠে মাথা রেখে বলে,  "বিচ্ছেদ ঘটিয়ো না, একই লোকে আমাদের গতি হোক। –এভাবেই নানা রোমান্টিক ঘটনায় পরিপূর্ণ পুরো নৃত্যনাট্য।

বৃহস্পতিবার জাতীয় নাট্যশালায় ‘শাপমোচন’ ছাড়াও মঞ্চস্থ হয় নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘অচলায়তন’ ও বাঙলা থিয়েটারের ‘ডিসট্যান্ট নিয়ার’।

আটদিনব্যাপী আন্তর্জাতিক এ নাট্যোৎসবের ৬ষ্ঠ দিনে শুক্রবার মঞ্চস্থ হবে লোকনাট্যদল বনানীর ‘বৈকুণ্ঠের খাতা’, নাট্যমের ‘দমের মাদার’, রাজবাড়ী শিল্পকলা একাডেমিরর ‘মুখোমুখি’ ও নারায়নগঞ্জ শিল্পকলা একাডেমীর ‘বক্তাবলী’।

প্রতিদিন সন্ধ্যার পর নাটক মঞ্চস্থ হবে। দুপুর ১২টা থেকে নাট্যমোদীরা জাতীয় নাট্যশালা থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। দুই ক্যাটাগরিতে টিকিটের মূ্ল্য ১০০ ও ৫০ টাকা।

বাংলাদেশ সময়ঃ ২৩৪২ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।