ঢাকা: দীর্ঘ আশি বছর পর মনে পড়ল লাইব্রেরি থেকে বই এনে আর ফেরত দেওয়া হয়নি। আয়ারল্যান্ডের নাভান গ্রন্থাগারের এক পাঠক চলতি সপ্তাতেই ডাক যোগে বইটি ফেরত পাঠিয়েছে।
১৯৩২ সালে ডাবলিনে অনুষ্ঠিত ৩১তম ইন্টারন্যাশনাল ইউক্যারিস্টিক কংগ্রেসের ছবি সম্বলিত বইটি সে বছরই প্রকাশ করা হয়। প্রকাশের পর পরই কেউ একজন গ্রন্থাগার থেকে সেটি ধার নেয়। তারপর থেকেই বইটি আর খুঁজে পাওয়া যায়নি।
মজার ব্যাপার হলো, আগামী মাসেই ডাবলিনে ইন্টারন্যাশনাল ইউক্যারিস্টিক কংগ্রেসের ৫০তম সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫০তম সম্মেলনের প্রাক্কালে ৩১তম সম্মেলনের চিত্র সম্বলিত এ বই তাই ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
গ্রন্থাগারের নিয়ম অনুসারে, সময়মত বই ফেরত না দিলে প্রতি সপ্তাতে এক পেনি করে জরিমানা দিতে হয়। সে হিসাবে সেই পাঠকের জরিমানা হয়েছে ৪ হাজার ১ শ ৬০ ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ লাখ ২১ হাজার ৪ শ ৩৩ টাকা।
তবে জরিমানা আদায়ের কোনো ইচ্ছে নেই গ্রন্থাগার কর্তৃপক্ষের। তারা বরং বইটি যে ফেরত দিয়েছে তার পরিচয় পেলেই খুশি হবেন বলে জানিয়েছেন গ্রন্থাগারিক সিয়ারান মাঙ্গান।
নাম পরিচয় গোপন করে ডাকে পাঠানোর কারণে বইটি গ্রন্থাগার থেকে যিনি ধার নিয়েছিলেন তার হদিস মেলেনি। ১৯৯৪ সাল থেকে গ্রন্থাগারের সব তথ্য উপাত্ত কম্পিউটারে সংরক্ষণ করা হচ্ছে। কাজেই ১৯৩২ সালের সেই কাগুজে নথিপত্র ঘেঁটে সেই পাঠকের পরিচয় বের করা প্রায় অসাধ্য কাজ।
বইটির ব্যাপারে মানুষের কৌতূহল মেটাতে গ্রন্থাগার কর্তৃপক্ষ সেটি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর