ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

‘প্রতি বছর আগুনে পুড়ছে দেশের ৬ হাজার মানুষ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, জুন ৩, ২০১২
‘প্রতি বছর আগুনে পুড়ছে দেশের ৬ হাজার মানুষ’

ঢাকা: প্রতিবছর বিভিন্ন কারণে দেশের ৬ হাজার মানুষ আগুনে পুড়ছে। এদের মধ্য থেকে ৬শ মানুষ মারা যাচ্ছে।



রোববার রাজধানীর নিমতলীর অগ্নিকাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ(ঢামেক) হাসপাতাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন, ঢামেকের বার্ন ইউনিটের জাতীয় প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, আগুনে পোড়ার তিনটি কারণ রয়েছে। এগুলোর মধ্যে হলো- রান্না করার সময় চুলার আগুনে পোড়া, গরম পানিতে পোড়া ও বৈদ্যুতিক তারে আঘাতপ্রাপ্ত হয়ে পোড়া।

নিমতলীর অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ওই অগ্নিকাণ্ডে ১২৯ জন মানুষ পুড়ে মারা যায়। বাংলাদেশের ইতিহাসে এত বড় ধরনের দুর্ঘটনা কখনো ঘটেনি। অসাবধাণতা ও অসচেতনতার অভাবই এ ঘটনার একমাত্র কারণ।

বিজিএমইএ’র সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সচেতনতা বৃদ্ধির জন্য একটি সমঝোতা স্ম‍ারক সই হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সারা বাংলাদেশে বিজিএমইএ’র প্রায় ৩ লাখ ৬০ হাজার কর্মী রয়েছে। যাদের ৮০ শতাংশ মহিলা।

আমরা যদি তাদের সচেতন করতে পারি। তাদের দৈনন্দিন জীবনে যদি তারা এর প্রয়োগ করতে পারে তাহলে এদেশের পোড়া রোগীর সংখ্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের প্রধান শহীদুল বারী, বিজিএমইএ সেক্রেটারি এহসানুল হক, ফায়ার সার্ভিসের প্রধান বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবু নাইম মো. শহিদুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ০৩, ২০১২
এইচএমএম/ সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।