ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

হ্যামেলিনের বাঁশিওয়ালাকে আবার প্রয়োজন!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, জুন ৫, ২০১২
হ্যামেলিনের বাঁশিওয়ালাকে আবার প্রয়োজন!

জার্মানির হ্যামেলিন শহরে সম্প্রতি বেড়ে গেছে ইঁদুরের উৎপাত। অতিষ্ঠ শহরবাসী খুঁজছে মুক্তির পথ।

তবে কি হ্যামেলিনে নতুন একজন বাঁশিওয়ালাকে দরকার, যে কিনা তার জাদুর বাঁশি বাজিয়ে শহরের সব ইঁদুর নিয়ে গিয়ে ওয়েজার নদীতে ফেলবে।

জার্মানির প্রচলিত লোককথা অনুসারে ১২৮৪ সালে সাক্সোনি শহরে ইঁদুরের উৎপাত বেড়ে গিয়েছিল ভয়াবহভাবে। সেসময় একজন রহস্যময় বংশীবাদক তার জাদুর বাঁশিতে সুর তুলে শহরের সব ইঁদুর নিয়ে গিয়ে নদীতে ডুবিয়ে মেরেছিল। কিন্তু পরে শহর কর্তৃপক্ষ বংশীবাদককে তার প্রতিশ্রুত সম্মানি না মেটানোতে সুরের মায়াজাল বিস্তার করে সেই শহরের সব শিশুকে নিয়ে দূর পাহাড়ের ওপারে চলে গিয়েছিল সেই বংশীবাদক, চিরদিনের মত।

তবে কথিত সেই ঘটনার সাত শ বছর পরে এসে তেমন কোনো বাঁশিওয়ালাকে আর দরকার হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, শহরের রেলওয়ে স্টেশনের পাশ্ববর্তী একটি স্থানে বৈদ্যুতিক তার বেয়ে এসব ইঁদুর বেরিয়ে এসেছে মাটির নিচের গর্ত থেকে। ইতিমধ্যে তারা বৈদ্যুতিক তারগুলি কেটেকুটে একাকার করে ফেলেছে।

সমস্যা সমাধানের জন্য ইঁদুরগুলো যেখান থেকে বেরিয়ে এসেছে সেই উৎসমুখটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুন ০৫, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।