ঢাকা : মহাশূন্যে প্রাণীর অস্তিত্ব রয়েছে, এমন অনুমান নির্ভর কথা চালু রয়েছে অনেক পূর্ব থেকেই। অনুমান নির্ভর এরকম তথ্যের ওপর নির্মিত হয়েছে চলচ্চিত্রও।
তবে এবার এই রহস্যের কুল-কিনারা করতে অধিকতর গবেষণায় নেমেছে অস্ট্রেলিয়ার একদল মহাকাশ বিজ্ঞানীরা। তারা সর্বশক্তি নিয়োগ করছেন এই গবেষণায়।
অতীতে মহাকাশে প্রাণীর অস্তিত্ব নিয়ে গবেষণা নিষ্ফল হলেও ভবিষ্যতে কোনো ফল মিলবে না- অস্ট্রেলিয়ার গবেষকদল সেথ সোস্টাক অবশ্য এমনটা মনে করছে না।
মহাশূন্যের ক্ষুদ্র একটি অংশকে বেছে নিয়ে সেখানে ভিনগ্রহের প্রাণীদের উপস্থিতির সম্ভাবনা আছে এমন ধারণায় এই গবেষণা শুরু হয়েছে।
এই গবেষকদল মনে করছে, এই গবেষণায় কোনো ফলাফল না পাওয়ার অর্থ মোটেই এমন নয় যে, ভবিষ্যতের গবেষণায় বা চেষ্টায় কোনো সুফল আসবে না।
কারণ মহাশূন্যের একদিক থেকে অন্যদিকের যে বিশাল দূরত্ব, তাকে সহজে পেরোনোর পন্থা এ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। সেই দৃষ্টিভঙ্গিতে দেখলে এটা বোঝা মোটেই সহজ কাজ নয় কী রয়ে গেছে সেই অজানা-অদেখা গ্রহগুলোতে।
সূত্র: ডয়েচে ভেলে অনলাইন
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুন ০৫, ২০১২
এআই/ সম্পাদনা : কাজল কেয়া, নিউজরুম এডিটর