ঢাকা: কেবলই রাত পোহানোর অপেক্ষা। রাত পোহালেই দুর্লভ দৃশ্য দেখবে বিশ্ববাসী।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, টেলিস্কোপ আবিষ্কারের পর এ দৃশ্য মাত্র আটবার দেখা গিয়েছিল। আজকের পর এ দৃশ্য আবার দেখা যাবে ১০৬ বছর পর অর্থ্যাৎ ২১১৭ সালের ১১ ডিসেম্বর।
বুধবার সকালে সূর্য উঠলেই চোখে পড়বে এর বুকে ছোট্ট একটি সচল কালো বিন্দু। ছোট্ট এই কালো বিন্দুটাই শুক্রগ্রহ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পৃথিবীসহ সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এই ঘূর্ণনের সময় পৃথিবী-শুক্রগ্রহ ও সূর্য যখন একই সরল রেখায় এসে পড়ে, তখন সূর্যের চাকতির ওপর দিয়ে শুক্রগ্রহকে অতিক্রম করতে দেখা যায়। এ ঘটনাকেই শুক্রগ্রহের ট্রানজিট বলে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে সকাল ১০টা ৩৩ মিনিট থেকে ১০টা ৫১ মিনিট পর্যন্ত এ দৃশ্য দেখা যাবে। সূর্যের ওপর শুক্রগ্রহের এমন ছায়া আবার ১০৬ বছর পর দেখা যাবে।
শুক্রগ্রহ দেখার নানা আয়োজন
শুক্রগ্রহের এ দুর্লভ এ দৃশ্য দেখার জন্য সারা বিশ্বের মতো বাংলাদেশের বিভিন্ন সংগঠনও নানা কর্মসূচি নিয়েছে। শুক্র গ্রহের এ দুর্লভ দৃশ্য দেখার জন্য শেরেবাংলা নগরে অবস্থিত বিজ্ঞান জাদুঘরে পর্যবেক্ষণের ব্যবস্থা করা আছে। সূর্যোদয় থেকে শুরু করে সকাল ১০টা ৫১ মিনিট পর্যন্ত এই ট্রানজিট দেখা যাবে।
অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুক্রগ্রহের এ অতিক্রমণ দেখার জন্য ধানমন্ডি ক্লাবে পর্যবেক্ষণ ক্যাম্প করা হয়েছে। ভোর পাঁচটা ১০ মিনিট থেকে সকাল ১০টা ৫২ মিনিট পর্যন্ত সবার জন্য এটি উন্মুক্ত থাকবে।
বিজ্ঞান সংগঠন অনুসন্ধিত্সুচক্র সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংগঠনটি ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে ক্যাম্প করেছে। ঢাকার বাইরে সিলেট শাহজালাল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশালের পরশ সাগর মাঠে, ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
এদিকে বিজ্ঞান আন্দোলন মঞ্চ জানিয়েছে, ঢাকায় কেন্দ্রীয় খেলার মাঠ, ময়মনসিংহের কাউনিয়া হাইস্কুল, চট্টগ্রামের নাসিরাবাদ বয়েজ স্কুল, সেন্ট প্লাসিড স্কুল তারা পর্যবেক্ষণ ক্যাম্প করেছে।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জুন ০৬, ২০১২
এডিএ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর