নদীমাতৃক বাংলাদেশের অর্থনীতি এবং মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে নদী। অন্যদিকে বন্যা বা নদী ভাঙনের মত প্রাকৃতিক দুর্যোগের কারণও এই নদী।
বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরাগেলডিনের সেই বিখ্যাত উক্তি ‘পরবর্তী বিশ্বযুদ্ধ হবে পানির জন্য’। বাংলাদেশের বিপুল পানিসম্পদ, সম্ভাব্য পানি সংকট ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে শুধু দক্ষ পানিসম্পদ কৌশলীই প্রয়োজন নয়; প্রয়োজন একটি বিশেষ জনগোষ্ঠীর যারা পানিসম্পদ নিয়ে ভাববে, লিখবে, বিতর্ক করবে এবং দেশ ও জাতিকে সচেতন করে তুলবে।
এরকম একটি জনগোষ্ঠী তৈরির চেষ্টা নিয়েই পানিসম্পদ কৌশলী ফোরাম বা WRE Forum এর যাত্রা শুরু। আর এই স্বপ্নটির স্রষ্টা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)-এর পানি সম্পদ কৌশল বিভাগের কিছু উদ্যমী শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা; যাদের নিরলস প্রচেষ্টায় ২০১১ সালের ১৬ ডিসেম্বর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আবির্ভূত হয় ‘ডব্লিউআরই ফোরাম’ নামক এ সাইটটি। এই সাইটটি বাংলাদেশে একমাত্র ফোরাম যা শুধুমাত্র পানিসম্পদ নিয়েই কাজ করে।
এই ফোরামের মূল উদ্দেশ্য কয়েকটি। যার মধ্যে প্রথমেই আসে বাংলাদেশের জনগোষ্ঠীকে পানিসম্পদের ব্যবহার, ব্যবস্থাপনা, সংকট ও সমাধান বিষয়ক গণসচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি সাইটটির অন্যান্য উদ্দেশ্যগুলো হচ্ছেঃ পানিসম্পদ নিয়ে পড়াশোনা, গবেষণা, আলোচনা, পর্যালোচনা করে এবং পানিসম্পদ নিয়ে আগ্রহী এরকম ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে নিয়ে আসা। পানিসম্পদে উচ্চশিক্ষার প্রসার, প্রচার ও সুযোগ নিয়ে আলোচনা, পর্যালোচনা ও তথ্যের ভাণ্ডার গড়ে তোলা; পানিসম্পদ নিয়ে দেশে ও বিদেশে গবেষকদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা।
পানিসম্পদ কৌশল বিষয়ক সভা, সেমিনার, কনফারেন্সের সুযোগ ও ব্যাপ্তি নিয়ে আলোচনা; পানিসম্পদ কৌশলীদের চাকরীর সুযোগ ও ক্ষেত্র নিয়ে আলোচনা ও তথ্যের বিস্তার; এবং পানিসম্পদ নিয়ে লেখালেখি করছে বা করবে এমনসব মানুষদের উৎসাহী করার চেষ্টায় একটি ব্লগ চালু করা।
যাত্রার শুরু থেকেই পানি সম্পদ কৌশলকে সমৃদ্ধ করতে নানাবিধ পদক্ষেপ হাতে নিয়েছে এই ফোরামের ওয়েবসাইট। যার সঙ্গে যুক্ত হয়েছে দেশে ও বিদেশে পানিসম্পদ নিয়ে কাজ করছেন এরকম বিভিন্ন পর্যায়ের মানুষ (উদাহরণ সরূপঃ পানিসম্পদ কৌশল বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, প্রাক্তন ও বর্তমান ছাত্র, পানিসম্পদ বিষয়ক প্রতিষ্ঠানের কর্মকর্তা, পানিসম্পদ কৌশলে নিয়ে পিএইচডি পর্যায়ে গবেষণা করছেন এমন অনেকেই)যারা বিভিন্ন বিষয়ের উপর ফোরামে তাদের চিন্তাভাবনা ও লেখালেখি প্রকাশ করেছেন।
উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে ২২ মার্চ, ২০১২ বিশ্ব পানি দিবস উৎযাপনের লক্ষ্যে ‘খাদ্য ও পানি নিরাপত্তা’ এই বিষয়বস্তুর উপরে লেখা আহবান ও তার প্রকাশ। এছাড়া বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার তথ্যাবলী তরুণ প্রজন্ম, যারা পানিসম্পদ নিয়ে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছে।
এই ফোরামের মাধ্যমে পানিসম্পদ কৌশলীদের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরীর ক্ষেত্র বিষয়ে প্রতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার চেষ্টা করছে। পানিসম্পদ কৌশলের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিভিন্ন সফটওয়ারের টিউটোরিয়াল দেওয়া হচ্ছে।
এছাড়া পানিসম্পদ নিয়ে দেশের ও বিদেশের বিভিন্ন নীতিমালা, উপাত্ত, তথ্য, আইন ইত্যাদির তথ্যভাণ্ডার হিসেবে গড়ে তোলা হচ্ছে সাইটটিকে। যাতে পানিসম্পদ যারা কাজ করেন তারা সহজেই এই তথ্যগুলো এই ফোরাম থেকে ডাওনলোড করা যাবে।
এছাড়াও পানি নিয়ে গবেষণা করতে ইচ্ছুক এমনসব তরুণদের উৎসাহিত করা এবং গবেষণা পত্র প্রকাশে সহযোগিতা করবে এই ফোরাম।
মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, স্বপ্নই তাকে নিয়ে যায় সাফল্যের চুড়ায়। পানিসম্পদ ফোরামের সঙ্গে সংশ্লিষ্ট মানুষগুলোর একটি স্বপ্ন হচ্ছে বাংলাদেশের জন্য সেরকম একটি বিশেষ জনগোষ্ঠী তৈরি করা যারা যুক্তির বিচারে পানিসম্পদ সমস্যা নিয়ে ভাববে, পানিসম্পদ নিয়ে নিজেদের সাফল্যের কথা শোনাবে, পানিসম্পদ সমস্যা নিয়ে দেশ ও জাতিকে সচেতন করে তুলবে।
পানি সম্পদে বিষয় নিয়ে আগ্রহীরা ওয়েবসাইটটি ঘুরে দেখতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা হলো, http://www.wrebuet.org ।
শুধু তাই নয়, পানি সম্পদ নিয়ে যে কোন ধরনের লেখাও জমা দিতে পারেন ব্লগে। এই ফোরাম নিয়ে আপনাদের চিন্তাভাবনা, মন্তব্য, পরামর্শও আমাদের জানাতে পারেন ইমেইল করে (wreforum@gmail.com )। এছাড়াও ফেসবুক ফ্যান পেইজে যুক্ত থাকতে পারেন আগ্রহীরা। ফেসবুক ফ্যান পেজ লিংকঃ
https://www.facebook.com/wreforum.buet
আমরা বিশ্বাস করি সবার সম্মিলিত প্রয়াসে একদিন এই ফোরাম বাংলাদেশের পানিসম্পদ নিয়ে একটি উন্মুক্ত তথ্যভাণ্ডারে পরিণত হবে।
লেখকঃ আহম্মেদ জুলফিকার রহমান , জাহিদুল ইসলাম, সারফরাজ আলম, ডঃ মোস্তফা আলী; লেখকবৃন্দ ফোরামের সঙ্গে সংশ্লিষ্ট এবং পানিস্পম্পদ কৌশল বিভাগের ছাত্র ও শিক্ষক।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: শেরিফ আল সায়ার, বিভাগীয় সম্পাদক