ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

ছাদবাগানে বিরল প্রজাতির ড্রাগন ফুল

ফজলে ইলাহী স্বপন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, জুন ১৭, ২০১২
ছাদবাগানে বিরল প্রজাতির ড্রাগন ফুল

কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জের একটি বাড়ির ছাদের বাগানে বিরল প্রজাতির ড্রাগন ফুল ফুটেছে। শুক্রবার রাতে বিরল এ ফুল ফুটলে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।


 
বাগানের মালিক চৌধুরী আফরোজ জাহান লাভলী জানান, আফ্রিকা অঞ্চলের এই ড্রাগন গাছের চারাটি তিনি ৪ বছর আগে ভারত থেকে নিয়ে আসেন। দীর্ঘদিন পরিচর্যার পর শুক্রবার রাতে একটি গাছে একসঙ্গে দ’ুটি ফুল ফোটে। মধ্যরাতেই তা আবার বুজে যায়।

তিনি আরও জানান, তার স্বামী সাবেক উপজেলা চেয়ারম্যান চৌধুরী সফিকুল ইসলামের সহায়তায় এই ছাদের বাগানে ৭০০ প্রজাতির বনজ, ফলদ, ওষুধি ও বিড়ল প্রজাতির গাছ রয়েছে। এতে থাইল্যান্ড, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আনা অনেক দুর্লভ প্রজাতির গাছ রয়েছে।

এরমধ্যে কোকোয়া, বোধিবৃক্ষ, পারুল, স্বামী, বান্দরহোলা, ম্যাকডোনিয়া, আলুবোখারা, গুগুল, বিনুনি, নীলমনি লতা, শীতল চিনি, হিং, পোস্তা দানা, ওরমারা, কফি, কুচুরি, লেমন গ্র্যাস, রাহু চণ্ডাল, নীল, কালো আঙ্গুর, ব্রনফেলসিয়া, ব্রাউনিয়া, এক্সোকেরিয়া, দশবাইচন্ডি, মানুষ্যমুল, মিশরি খেজুর, মছিরি, থানমানজিন, বিহিদানা, তুকমালন প্রভৃতি গাছের চারা রয়েছে।

এছাড়াও ওই ছাদবাগানে আছে ৪০ প্রজাতির ক্যাকটাস ও ৪২ প্রজাতির বনসাই গাছ।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুন ১৭, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।