নিউইয়র্ক : এমআইটি, হার্ভার্ড, কলম্বিয়া, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, এনওয়াইইউ, ইউপেন, ভার্জিনিয়া, বস্টন কলেজ-ভার্সিটির মেধাবী ছাত্র-ছাত্রীদের অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে যারা বাঙালির ইমেজ মহিমান্বিত করেছেন তাদেরকে অ্যাওয়ার্ড দেয়া হবে এবিসি কনভেনশনে।
একই সাথে মাতৃভূমি এবং প্রবাসের সার্বিক কল্যাণে নিরন্তরভাবে কর্মরত প্রতিষ্ঠান ও ব্যক্তিকেও অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
এবিসি কনভেনশনের অতিথি তালিকায় যোগ হয়েছেন বাংলাদেশের জ্যেষ্ঠতম বিচারপতি (আপিল বিভাগ) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুরেন্দ্র কুমার সিনহা। তিনি সম্মেলনের প্রধান বক্তা। এ সম্মেলনের উদ্বোধন করবেন লন্ডনের টাওয়ার হেমলেট সিটির মেয়র লুৎফর রহমান। ইউরোপে তিনিই প্রথম বাংলাদেশি যিনি সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন।
২৩ ও ২৪ জুন শনি ও রোববার এ কনভেনশন অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় বিশ্ববিখ্যাত ‘এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনরে। ’
উল্লেখ্য, এটি হচ্ছে তৃতীয় কনভেনশন। এবারও বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, চীন, জার্মানী, অস্ট্রেলিয়া, কানাডা এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র থেকে কয়েক শত মেধাবী পেশাজীবী প্রবাসী নিজ নিজ সেক্টরের ওপর বক্তব্য রাখবেন বিষয়ভিত্তিক ১১টি সেমিনারে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পানি বিজ্ঞানী, আইটি স্পেশালিস্ট, গবেষক, চিকিৎসকরা অংশ নেবেন বিভিন্ন পর্বে। আগেই জানানো হয়েছে যে, এবিসি কনভেনশন তার ঐতিহ্য অনুযায়ী নির্ধারিত সময়ে সমস্ত অনুষ্ঠান করবে। অতিথি অথবা পারফরমারদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
এবিসি কনভেনশন নিয়ে কম্যুনিটিতে কৌতুহলের অন্ত নেই। এ কনভেনশনে কম্যুনিটির এমন সব লোকের সমাগম ঘটবে যারা সচরাচর কম্যুনিটিতে আসতে চান না। এছাড়া মেধাবী প্রজন্মের উপস্থিতি সকলকে আপ্লুত করবে বলে মনে করা হচ্ছে।
কনভেনশন সেন্টারে বাংলাদেশি পণ্য এবং খাদ্যের স্টলও থাকবে। পাওয়া যাবে মুড়ি-বুট-পিয়াজু এবং প্রিয় স্বদেশের আমেজে নানা ধরনের পিঠা। আয়োজকরা উল্লেখ করেন, বিগত দুটি কনভেনশনের অভিজ্ঞতায় এবার নানা চমক থাকবে এবং কম্যুনিটিতে উদাহরণযোগ্য সম্মেলনের প্রস্তুতি চলছে।
একদল কর্মী এবিসির ব্যানারে কাজ করছেন। এ কনভেনশন থেকেও ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে। এতে রয়েছে সেমিনারের বিষয়বস্তুভিত্তিক প্রবন্ধ-নিবন্ধ এবং বিশিষ্টজনের শুভেচ্ছা।
কনভেনশনের উদ্বোধনের পরই শুরু হবে সেমিনার। প্রথম সেমিনার শুরু হবে বেলা ২টায় শাপলা মিলনায়তনে। বিষয়-বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক এবং রাজনৈতিক ইস্যু। প্রধান বক্তা হচ্ছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ফাইজুল ইসলাম। এ সেমিনারের মডারেট করবেন ড. মাহফুজ আর চৌধুরী।
একই সাথে ‘আউটসোর্সিং : বাংলাদেশের আইটি সেক্টরের উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক সেমিনার হবে দোয়েল মিলনায়তনে। এর প্রধান বক্তা হচ্ছেন ফ্রিবিপে’র উদ্ভাবক ড. সাইফুল খন্দকার এবং মডারেট করবেন অ্যানালিস্ট ও ডিজাইন বিজনেস ইন্টেলিজেন্সের ম্যানেজার আহমেদ হোসাইন খান।
এদিন অপরাহ্ন সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে এ সময়ে সবচেয়ে আলোচিত পানি আগ্রাসন : ভাটি অঞ্চলে পরিবেশ বিপর্যয়ে কতটা হুমকি শীর্ষক সেমিনার। এর প্রধান বক্তা হচ্ছেন পানি বিশেষজ্ঞ ড. মিয়া মোহাম্মদ আদেল এবং মডারেট করবেন জাতিসংঘের উর্দ্ধতন কর্মকর্তা ও বেনের আন্তর্জাতিক সমন্বয়কারী ড. নজরুল ইসলাম। এটি অনুষ্ঠিত হবে শাপলা মিলনায়তনে।
দোয়েল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘কর্পোরেট আমেরিকায় ভাগ্য গড়–ন : মেধার আর অপচয় নয়’ শীর্ষক সেমিনার। প্রধান বক্তা হচ্ছেন কম্যুনিটির বিপুল সংখ্যক যুবকের কর্মসংস্থানে প্রশংসনীয় ভূমিকা পালনকারী পিপল এন চেকের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবু হানিজ এবং মডারেট করবেন আইটি ম্যানেজার মোফাজ্জল হোসাইন।
কনভেনশন সেন্টারে সুলতান গ্যালারিতে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া উত্তর আমেরিকার বিশিষ্ট কবিদের অংশগ্রহণে কাব্য জলসা হবে এবিসি ক্যাফেটেরিয়ায়। এতে কবি শহীদ কাদরীও অংশ নেবেন।
প্রথম দিন সন্ধ্যায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঞ্চালনে দেশ-বিদেশে সাংবাদিকতা স্বাধীন না পরাধীন শীর্ষক আলোচনা। অস্কার মনোনয়নপ্রাপ্ত চিত্র পরিচারলক, কবি ও অধ্যাপক জামাল যোসেফ নতুন প্রজন্মের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সন্ধ্যা ৮টায়। সাড়ে ৮টায় শুরু হবে ‘বিশ্ব সাহিত্যে বাংলা সাহিত্যের অবস্থান কোথায়’ শীর্ষক আরেকটি টক শো।
প্রবাসে জনপ্রিয় সাহিত্যিক ফেরদৌস সাজেদীন উপস্থাপনা করবেন। রাত সাড়ে ১০টার পর অনুষ্ঠিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আপেল মাহমুদ, রথীন্দ্রনাথ রায়, কাদেরী কিবরিয়া এবং শহীদ হাসানের গানের অনুষ্ঠান।
মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া ডক্যুমেন্টারি প্রদর্শন করবেন কম্যুনিটির নিরব কর্মী ডা. জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের ফাঁকে এবিসি এওয়ার্ড বিতরণ করা হবে বলে জানা গেছে।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানও বেলা একটায় শুরু হবে সেমিনার দিয়েই। শাপলা মিলনায়তনে ‘বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তৃতীয় শক্তির উত্থান জরুরী কিনা’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তা থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. জিল্লুর আর সিদ্দিকী এবং এ সেমিনারের মডারেট করবেন ঠিকানা সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান।
একইসময়ে কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘সোস্যাল মিডিয়ার সঙ্গে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংঘর্ষিক কিনা’ শীর্ষক সেমিনার। সাউথ ক্যারলিনা ইউনিভার্সিটির কম্যুনিকেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. শফিকুর রহমান মূল বক্তব্য উপস্থাপন করবেন। এ সেমিনারের মডারেট করবেন বিবিসির বাংলা বিভাগের প্রধান সাবির মোস্তফা।
বেলা আড়াইটা থেকে দোয়েল মিলনায়তনে শুরু হবে ‘খেলাধূলা : স্বদেশ ও প্রবাসে’ শীর্ষক সেমিনার। এর মূল বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় ক্রিকেটার ও লেখক ইউসুফ রেজাউর রহমান এবং মডারেট করবেন জাতীয় ফুটবলার মোস্তফা হোসাইন মুকুল।
একই সময়ে কবি নজরুল মিলনায়তনে ‘সুখী দাম্পত্য জীবন সমাজ উন্নয়নে সহায়ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। পপুলেশন কাউন্সিলের সিনিয়র অ্যাসোসিয়েট ড. সাজেদা আমিন মূল বক্তব্য উপস্থাপন করবেন। এ সেমিনারের মডারেট করবেন কলামিস্ট ও অ্যাক্টিভিস্ট অধ্যাপিকা হোসনে আরা বেগম।
সময়ের অত্যাবশ্যকীয় ‘পাত্রপাত্রী নির্বাচনে সন্তান-অভিভাবক দ্বন্দ্ব : সংকটে প্রবাস কম্যুনিটি’ শীর্ষক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করবেন জাতিসংঘের সিনিয়র অ্যাডভাইজার ড. খলিলুর রহমান। এটির মডারেটর হচ্ছেন খান’স টিউটোরিয়ালের ভাইস প্রেসিডেন্ট ড. ইভান খান। এ সেমিনার অনুষ্ঠিত হবে শাপলা মিলনায়তনে বিকেল ৪টায়।
একইসময়ে ‘সমসাময়িক বাংলা সাহিত্যে প্রবাসের অবস্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে কবি নজরুল মিলনায়তনে। মূল বক্তব্য উপস্থাপন করবেন প্রবাসের জনপ্রিয় কবি-কলামিস্ট ফকির ইলিয়াস এবং মডারেট করবেন আরেক সাহিত্যিক সৈয়দ কামরুল।
অপরাহ্ন ৪টা থেকে দোয়েল মিলনায়তনে শুরু হবে ‘প্রবাসের চলমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য-আবাসন সংকট এবং উত্তরণ’ শীর্ষক সেমিনার। মূল বক্তব্য উপস্থাপন করবেন ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনির অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী এবং মডারেট করবেন ওবামার স্বাস্থ্য প্রশাসনের উপদেষ্টা ড. রায়ান সাদী।
সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হবে ‘বাংলাদেশে কোন তন্ত্র বিদ্যমান- গণতন্ত্র, স্বৈরতন্ত্র না পরিবারতন্ত্র’ শীর্ষক টকশো। উপস্থাপনা করবেন প্রবাসের জনপ্রিয় লেখক হাসান ফেরদৌস।
দ্বিতীয় দিনেও মূলমঞ্চে পরিবেশিত হবে দেশ ও প্রবাসের বিশিষ্ট শিল্পীদের নানা পরিবেশনা। বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনীনকে এদিন এবিসি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। ‘আমাদের গর্ব আমাদের অহংকার’ শীর্ষক অনুষ্ঠানে এবিসি অ্যাওয়ার্ড প্রদান করবেন প্রখ্যাত সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী এবং সিরাজুর রহমান।
অতিথিগণকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হবে অনুষ্ঠানস্থলে। এছাড়া কনভেনশন কেন্দ্র এবং হোটেলে যাতায়াতের জন্যও গাড়ি থাকবে। আগেই জানানো হয়েছে এবারও কোন টিকিট লাগবে না। রেজিস্ট্রেশন ফি’ও লাগবে না।
বাংলাদেশ সময় : ২১০৫ ঘন্টা, জুন ২০, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com