ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

এবিসি কনভেনশন শনিবার থেকে

সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, জুন ২২, ২০১২

নিউইয়র্ক  : ‘এসো দেশ গড়ি’ স্লোগানে উজ্জীবিত হয়ে এশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের নতুন  প্রজন্মের মেধাবী এবং পেশাজীবীদের অংশ গ্রহণে দুদিনের ‘এবিসি কনভেনশন’ (আমেরিকা-বাংলাদেশ-কানাডা সম্মেলন) ২৩ জুন শুরু হচ্ছে।

এর উদ্বোধন করবেন লন্ডনের টাওয়ার হ্যমলেট সিটি মেয়র লুৎফর রহমান।

  উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এস কে সিনহা। এ সম্মেলনে বাংলাদেশের মর্যাদাকে বিশ্বব্যাপী মহিমান্বিত করেছেন এমন ৭ বাংলাদেশি এবং বাংলাদেশের সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ড পেয়েছেন এমন ৩ প্রবাসীকেও বিশেষ সম্মান জানানো হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

এবারের সম্মেলনে ১১টি বিষয়ের সেমিনারে অংশ নিচ্ছেন দেড় শতাধিক পেশাজীবী- যারা সকলেই স্ব স্ব বিষয়ে বিশেষজ্ঞ।

সম্মেলন কমিটির আহবায়ক সাঈদ-উর রব জানান, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তৃতীয় শক্তির আবির্ভাবের প্রয়োজন রয়েছে কিনা, বাংলাদেশের আর্থ-সামাজিক অবকাঠামোর উন্নয়নে প্রবাসীরা কীভাবে সহায়তা করতে পারে, আউটসোর্সিংয়ের বিশ্বে বাংলাদেশ কেন এখনও পিছিয়ে রয়েছে, প্রবাসে জন্মগ্রহণকারী প্রজন্মের বিয়ে নিয়ে অভিভাবকের সঙ্গে দূরত্ব ক্রমান্বয়ে বাড়ছে কেন ইত্যাদি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।

কনভেনশনের অতিথির তালিকায় রয়েছেন সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্টবিজ্ঞানী ড. জিল্লুর রহমান সিদ্দিকী, বাংলাদেশের প্রথম রোডস স্কলার ড. ফখরুদ্দিন আহমদ, বিবিসির বাংলা বিভাগের প্রধান সাবির মোস্তফা, ভয়েজ অব আমেরিকার বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান সৈয়দ জিয়াউর রহমান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আপেল মাহমুদ প্রমুখ।

এ কনভেনশনের সংবাদ কভার করতে চীন, লন্ডন, ভারত, কানাডা, বাংলাদেশ থেকেও এসেছেন সাংবাদিক। নিউইয়র্ক সিটি মেয়রের প্রতিনিধি হিসেবে সম্মেলনে বক্তব্য দেবেন ইমিগ্রেশন কমিশনার ফাতিমা শ্যামা। এ কনভেনশন অনুষ্ঠিত হবে বিশ্ববিখ্যাত ‘এস্টোরিয়া ওয়ার্ল্ডম্যানোর’-এ। কলকাতা এবং বাংলাদেশের প্রখ্যাত কয়েকজন শিল্পীও রয়েছেন বিনোদনের জন্যে।

বাংলাদেশ সময় : ২০৫৯ ঘণ্টা, জুন ২২, ১২০২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।