রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের দুই বিজ্ঞানী জাহিদুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন অত্যাধুনিক রাইস কুকার উদ্ভাবন করেছেন।
এই রাইস কুকারে সাতদিন পর্যন্ত খাবার গরম ও ভালো থাকবে।
জাপানে এ ধরনের রাইস কুকার কিনতে যেখানে প্রায় ১০ হাজার টাকা লাগে, সেখানে সাধারণ রাইস কুকারের সঙ্গে মাত্র ১৫০ টাকা বেশি খরচ করে এই রাইস কুকার উদ্ভাবন করা সম্ভব। আর এতে সাধারণ রাইস কুকারের চেয়ে মাসে ১০ ইউনিট বিদ্যুৎ কম খরচ হবে।
বৃহস্পতিবার রুয়েট শিক্ষকদের উদ্যোগে উদ্ভাবিত এ প্রকল্পটি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। রুয়েটের উপাচার্য প্রফেসর ড. সিরাজুল করিম চৌধুরী ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।
উপাচার্য ড. সিরাজুল করিম চৌধুরী বাংলানিউজকে জানান, “এ প্রকল্পটি যদি বাণিজ্যিকভাবে বাস্তবায়িত হয় তবে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির পথে তা অনেক বড় ভূমিকা রাখবে। ’’
সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে এই উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে উৎপাদন ও ব্যবহার করা সম্ভব হবে। যা বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। এ বিষয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা কামনা করেন উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুন ২৮, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর