এক মধ্যদুপুরের গল্প। তরুণ ফটোগ্রাফার সাদত হোসাইন ছবি তুলছেন মিরপুর ১০ নম্বর সেকশনে।
সারা গায়ে ধুলোমাখা সেই শিশুটি স্কুলে যেতে না পারার বঞ্চনা তাকে তাড়িয়ে বেড়ায়। ফেসবুকে সে ছবি ও ছবির গল্প শেয়ার করলে শিশুটির ব্যয়ভার বহন করতে এগিয়ে আসে অনেকেই। কিন্তু সে শিশুটির নাম - পরিচয়ই যে জানা হয়নি সাদতের! এ ঘটনার পর বিভিন্ন প্রদশর্নীতে গিয়ে সাদত দেখেন দুস্থ শিশুদের ছবি তুলে নাম-যশ কুড়াচ্ছেন আলোকচিত্রীরা। ব্যাপারটা বন্ধুদের সাথে শেয়ার করতেই নিজেদের একটি সংগঠনের কথা ভাবতে শুরু করেন তারা।
একদিন আলোকচিত্রের বিষয়বস্তু হয়ে উঠে দুস্থ মানুষ। তাদের জীবনযাত্রার গল্প বলার পাশাপাশি সাধ্যমত কিছু করার চেষ্টায় ঐক্যবদ্ধ হতে থাকেন তারা। বাড়তে থাকে দলের সদস্য সংখ্যা। এ বছরের জানুয়ারিতে দলের নামকরন করা হয় ‘ইনসাইট’।
আলোকচিত্রী ও আলোকচিত্র ভালোবাসেন এমন মানুষদের নিয়েই যাত্রা শুরু করে তারা। কিন্তু গ্যালারির প্রদশর্নী, কর্মশালার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে নিজেদের আলোকচিত্রকে সাধারনের নাগালে নিয়ে আসতে চান তারা। নিজেদের আলোকচিত্রে বিষয়বস্তু হয়ে ওঠা মানুষগুলোর জন্য কিছু করার চেষ্টায় উদ্বুদ্ধ হয়ে এবার তাদের মিশনের নাম ‘আমরা মানুষ ছুঁতে চাই - ইনসাইট ফর হিউম্যানিটি’।
আগামী ৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ১০০ শ্রমজীবী শিশুর অংশগ্রহণে এ আয়োজনের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব রনজিৎ বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ডঃ আইনুন নাহার।
প্রখ্যাত আলোকচিত্রশিল্পী আবীর আব্দুল্লাহ, সৌদ আল ফয়সাল ও আজিজুর রহমান পিউয়ের বিভিন্ন সময়ে তোলা শিশুদের ছবির পাশাপাশি ঠাঁই পাবে বিশ্বের বিভিন্ন দেশের পুরস্কারপ্রাপ্ত নানা ছবি। থাকবে ইনসাইট- গ্রুপের সদস্যদের তোলা ছবিও।
ইনসাইট- এর প্রধান সাদত হোসাইন জানালেন - ‘প্রদশর্নীর পাশাপাশি থাকছে শিশুদের চিত্রাঙ্কন, ইনসাইট শর্টফিল্ম ‘স্বপ্ন দেখবো বলে’ ও ডকুমেন্টারির প্রদর্শনী, ইনসাইট ভার্চুয়াল ব্লাড ব্যংকের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং। সকাল ৮ টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলবে এ আয়োজন। ’
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: শেরিফ আল সায়ার