নড়াইল: বিশালদেহী দুটি ষাঁড় আজন্মের ক্ষোভ নিয়ে যেন পরস্পরের দিকে তেড়ে এলো। তারপর দুই গরুর শিংয়ের সংঘর্ষে কট কট শব্দ।
মঙ্গলবার বিকেলে নড়াইলে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াইয়ে এ দৃশ্যই দেখা যায়।
এক সময় গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ছিল ষাঁড়ের লড়াই। কিন্তু আধুনিক সভ্যতার বিবর্তনে এখন আর এটি তেমন দেখা যায় না। ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই ধরে রাখতে নড়াইলে অনুষ্ঠিত হল এ প্রতিযোগিতা।
বিকেলে পৌরসভার উজিরপুর মাঠে চিত্রা যুব সংঘের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ষাঁড়ের লড়াই প্রতিযোগিতায় জেলার বিভিন্নস্থান থেকে অর্ধশতাধিক ষাঁড় অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসব আমেজ দেখা যায়।
গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে বিভিন্নস্থান থেকে হাজার হাজার দর্শক হাজির হয় লড়াই দেখতে।
ষাঁড়ের লড়াইয়ে প্রথম পুরষ্কার (দুই হাজার টাকা) পেয়েছেন নড়াইলের কালিয়া উপজেলার যদবপুর গ্রামের নিছার উদ্দিন। দ্বিতীয় পুরষ্কার (এক হাজার টাকা) পেয়েছে পৌরসভার উজিরপুর গ্রামের নৃপেন বিশ্বাস।
ষাঁড়ের মালিকরা জানান, অর্থের বিচারে এ পুরষ্কার তেমন বড় কিছু নয়। আসলে পুরষ্কার নয়; দর্শকদের লড়াই দেখিয়ে আনন্দ দেওয়াটাই বড়।
দর্শকরা জানান, ষাঁড়ের লড়াই দেখতে পেরে তারা বেজাই খুশি।
আয়োজক কমিটির সভাপতি শামীম আতিক মহিদ জানান, হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলা ধরে রাখতেই ষাঁড়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর