ঢাকা: সুশৃঙ্খল আচরণের মাধ্যমে কারাবাসের মেয়াদ হ্রাসের সুযোগ দেশে দেশে থাকলেও এবার এইক্ষেত্রে ভিন্নমাত্রা যোগ করলো ব্রাজিলের একটি জেলা কারাগার।
দেশটির পার্বত্য জেলা সান্তা রিতা দো সাপুচাই কারাগারে কয়েদিরা কারাবাসের মেয়াদ কমাতে পারবেন সাইকেলের প্যাডেল ঘুড়িয়ে চালিয়ে! সান্তা রিতা জেলে দু’মাস পূর্বে অভিনব এই কর্মসূচির সূচনা করা হয়েছে।
ডয়েশের ওই খবরে বলা হয়, ব্রাজিলের ওই জেলা শহরের বিচারক জোসে হেনরিক মালম্যান ইন্টারনেট ঘেঁটে যুক্তরাষ্ট্রে ট্রেনিং বাইক চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করার বিষয়ে জানতে পারেন। এই ধারণাকে তিনি কাজে লাগান সান্তা রিতার কারাগারে। সে সূত্রে স্থানীয় প্রকৌশলীরা পুরনো সাইকেলকে বাইকে পরিবর্তন করে (সামনের চাকা বাদ দিয়ে এবং পেছনের চাকাকে স্ট্যান্ডের ওপরে স্থাপন করে) তার সঙ্গে যুক্ত করে দেয় গাড়ির ব্যাটারি। ব্যাটারির চার্জ্য ১১০ ভোল্ট বিদ্যুতে উন্নীত করার জন্য যুক্ত করা হয় একটি কনভার্টার।
এরপর বন্দিদের বলা হয়, ওই বাইক চালিয়ে দিনে আটঘণ্টা করে তিনদিনে মোট ২৪ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করা বন্দিদের একদিনের সাজা মওকুফ করা হবে।
তাদের উৎপন্ন বিদ্যুতে ওই শহরের নদীর পাড়ের একটি অংশের সড়ক আলোকিত হবে রাতের বেলায়।
এদিকে, রুটির দোকানে ডাকাতির দায়ে সাজা ভোগরত বন্দি রোনাল্দো সিলভা ইতোমধ্যে বিদ্যুৎ উপাদনকারী সাইকেল চালিয়ে তার সাজার মেয়াদ কমিয়েছেন ২০দিন। শুধু সাজাই নয়, এর মাধ্যমে সিলভা তার শরীর থেকে ৪ কেজি পরিমাণ মেদও ঝড়িয়েছেন। কারাগারের এ ধরনের উদ্যোগে অপরাধীদের প্রতি অহেতুক বেশি মমত্ব দেখানো হচ্ছে বলে অল্পবিস্তর অভিযোগ উঠলেও দেশটির মিডিয়া ও অন্যান্য ক্ষেত্র থেকে একে ভালো চোখেই দেখা হচ্ছে।
ব্রাজিলের অন্য জেলগুলোতেও সাজা মওকুফের এ ধরনের অভিনব আরও কর্মসূচি চালু হচ্ছে। দেশটির চারটি ফেডারেল কারাগারের প্রায় অর্ধেক কয়েদি ক্লাস করে এবং বই পড়ে নিজেদের সাজা কমাচ্ছে। সেখানে এক ডজন বই পড়ে ফেললে এক বছরের সাজার প্রায় দেড় মাস মওকুফ হয়ে যেতে পারে।
ব্রাজিলের পথ ধরে আমাদের দেশের কারগারগুলোতেও এধরণের ‘অভিনব কর্মসূচি’ চালুর চিন্তা করা যেতে পারে বৈকি!
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২
এআই/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর