ঢাকা: বাস, ট্রেন, নৌযান, বিমান কিংবা বাইকে চড়ে ভ্রমণের চলটা বেশ পুরনো হয়ে গেছে! তাই নতুন কিছুর স্বাদ নিতে চায় ভ্রমণপিয়াসীরা। ভ্রমণের ভিন্ন মাত্রা যোগ করতে এবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে বেলুনের মাধ্যমে পর্যটনের পরিকল্পনা করা হচ্ছে।
রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের পরিকল্পনায় ‘এয়ার বেলুন’ চালুর প্রক্রিয়াটি দ্রুতই এগিয়ে চলছে, যাতে আসন্ন দুর্গা পূজাতে ভ্রমণপিপাসুদের জন্য উন্মূক্ত করা হবে।
এই বেলুন যাত্রায় ভূমি থেকে ৫শ’ ফুট ওপর থেকে কলকাতার বিস্তীর্ণ এলাকার দৃশ্য দেখা যাবে রবীন্দ্র সরোবর থেকে। এর জন্য বেলুন যাত্রীদের প্রত্যেকের খরচ হবে সর্বোচ্চ ১শ’ রুপি।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গেছে, ৫৫-৬০ ফুট ব্যাসার্ধের একটি বেলুন প্রায় ১০০ ফুট উঁচুতে হিলিয়াম গ্যাস ভরে যান্ত্রিক পদ্ধতিতে আকাশে উড্ডীন করা হবে। বেলুনের কয়েক ফুট নিচে থাকবে একটি বৃহৎ মাপের গোলাকৃতি প্ল্যাটফর্ম, যা বেলুনের সঙ্গে যুক্ত থাকবে অনেকগুলি শক্ত তারের মাধ্যমে। ওই প্ল্যাটফর্মেই দাঁড়াবেন যাত্রীরা।
বেলুনের প্ল্যাটফর্মটি এমন হবে, যাতে ২০-৩০ জন অনায়াসে দাঁড়াতে বা ঘোরাফেরা করতে পারেন। যাত্রী-নিরাপত্তা নিশ্চিত করতে পাটাতনটি সম্পূর্ণ ঘেরা থাকবে স্বচ্ছ পর্দার মতো কিছু দিয়ে। বেলুনটি একটি তার দিয়ে সর্বক্ষণ বাঁধা থাকবে মাটিতে থাকা একটি স্থায়ী বেদীর সঙ্গে, যাতে কোনোভাবেই তা নির্দিষ্ট এলাকার বাইরে উড়ে চলে যেতে না পারে।
নির্দিষ্ট সময় শেষ হলেই বেলুনটি ধীরে ধীরে নেমে আসবে ভূমিতে। কেবল দিনের আলোতেই নয়, রাতের অন্ধকারেও এই বেলুন-বিনোদন চলবে।
প্রসঙ্গত, ভারতের সর্ব পশ্চিমের রাজ্য গুজরাতের আহমেদাবাদের কাঙ্কারিয়া লেকে বছরখানেক আগে বেলুনবিহারের চল শুরু হয়। এছাড়া কাশ্মীরের ডাল লেকেও বেলুনবিহার চালু করার পরিকল্পনা চলছে।
সূত্র: দৈনিক আনন্দবাজার পত্রিকা
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১২
এআই/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর