ঢাকা: যুগের পর যুগ পেরিয়ে যাবে, তবু এতটুকু পুরনো হবে না কিশোর কুমারের গান। ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ এ কণ্ঠশিল্পীর অভিনেতা হিসেবেও যথেষ্ঠ সুনাম রয়েছে।
শনিবার কালজয়ী এই শিল্পীর ৮৪ তম জন্মদিন।
ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়াতের মধ্যবিত্ত পরিবারের ছেলে কিশোর কুমার শৈশবে বড় ভাই অশোক কুমারের হিন্দি চলচ্চিত্রের সাফল্যে অনুপ্রাণিত হন। বিখ্যাত গায়ক কুন্দন লাল সায়গল গানেও দারুনভাবে প্রভাবিত হন কিশোর। বিখ্যাত শিল্পী মোহাম্মদ রফি ও মুকেশের জনপ্রিয়তার যুগে কিশোর কুমার ভিন্ন ধাচে গান গেয়ে সবার দৃষ্টি কাড়েন।
হিন্দির পাশাপাশি কিশোর কুমারের গাওয়া বাংলা সিনেমার গানসহ বাংলা আধুনিক গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পান তিনি। মহানায়ক উত্তম কুমারের জন্য তাঁর প্লেব্যাক করা ছবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজকুমারী, অমানুষ, আনন্দ আশ্রম, ওগো বধূ সুন্দরী প্রভৃতি।
সত্যজিৎ রায়ের সিনেমা চারুলতা ও ঘরে বাইরের জন্য তিনি রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন। ক্যারিয়ারের শেষদিকে কিশোর কুমার হেমন্ত মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম রেকর্ড করেন।
হিন্দি ফিল্মি গানের জগতে কিশোর কুমারের প্রভাব হালআমলেও ব্যাপক। এই সময়ের প্রতিষ্ঠিত গায়কদের মধ্যে কুমার শানু, অভিজিৎ, বাবুল সুপ্রিয়, অমিত কুমারসহ সকলেই ক্যারিয়ারের শুরুতে কিশোরের গায়কি অনুকরণ করে গেয়েছেন।
কিশোর কুমার আটবার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পেয়েছেন।
১৯৮৭ সালের ১৩ অক্টোবর কিংবদন্তি এই শিল্পী প্রয়াত হন।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১২
এআই/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর