ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

কৃত্রিম বুদ্ধিমত্তা বর্ষ: ডিসকাশন প্রজেক্টের চলচ্চিত্র প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, আগস্ট ৪, ২০১২

ঢাকা: চলতি বছরকে বিজ্ঞান মহলে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বর্ষ। কারণ ২০১২ সাল হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবর্তক অ্যালান টিউরিং এর জন্মশতবর্ষ পূর্তির বছর।



এ উপলক্ষে ডিসকাশন প্রজেক্ট গত শুক্রবার বিজ্ঞান কল্পকাহিনী ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’ চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজন করে। দর্শনীর বিনিময়ে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছবিটি উপভোগ করেন। এটা ছিল ডিসকাশন প্রজেক্টের দ্বিতীয় চলচ্চিত্র প্রদর্শনী।

ব্রায়ান অ্যালডিস এর ছোটগল্প সুপারটয়েজ লাস্ট অল সামার লং অবলম্বনে ২০০১ সালে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ছবিটি স্টিভেন স্পিলবার্গ নির্মাণ করেন।

প্রায় আড়াই ঘণ্টা ব্যাপী এ ছবিটি প্রদর্শনের আগে বিজ্ঞান বক্তা আসিফ সংক্ষিপ্তভাবে ছবিটির নির্মাণ পটভূমি তুলে ধরে বলেন, ছবিটি তৈরির কাজ প্রথমে স্টানলি কুবরিক শুরু করলেও শেষ করার আগেই তিনি লোকান্তরিত হন। পরে তার অসমাপ্ত কাজকে সম্পন্ন করেন স্টিভেন স্পিলবার্গ।

আসিফ বলেন, মানবমস্তিষ্কের মতো রোবট তৈরি করা আদৌ সম্ভব কি না তা নিয়ে সংশয় পোষণ করে পদার্থবিজ্ঞানী রবার্ট পেনরোজ বিস্তর আলোচনা করেছেন তার ইমপিরর’স মাইন্ড বইয়ে। তারপরও পজিট্রনিক ব্রেন নিয়ে কাজ হচ্ছে। মানুষের স্বপ্ন থেমে নেই। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স হচ্ছে সেই ছবি যা আমাদের এই স্বপ্নকে নতুন এক দরজার দিকে নিয়ে যায়। এমনই স্বপ্ন দেখেছিলেন ব্রিটিশ বিজ্ঞানী অ্যালান টিউরিং। তাই তার জন্মশতবর্ষের শ্রদ্ধার্ঘ্য হিসেবে ডিসকাশন প্রজেক্টের এই আয়োজন।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল দর্শকদের প্রশ্নোত্তর পর্ব। যন্ত্রই কি এক সময় সত্যিকার অর্থে মানুষের আবেগীয় গুণাবলী অর্জন করবে- এই প্রসঙ্গ নিয়ে এ পর্বে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মত।

অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

ডিসকাশন প্রজেক্টের এ ধরনের পরবর্তী আকর্ষণ নীল চাঁদ (ব্লু  মুন) প্রদর্শণ। টেলিস্কোপে নীল চাঁদ দেখানোর আয়োজন করা হবে ৩১ আগস্ট। এরপর রাতের আকাশে ফের নীল চাঁদ দেখা যাবে ২০১৫ সালের ৩১ জুলাই।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১২
এমআইএইচ/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।