ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

বিতর্কের মঞ্চে তারুণ্যের জয়যাত্রা

মাহবুব আলম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, আগস্ট ৪, ২০১২
বিতর্কের মঞ্চে তারুণ্যের জয়যাত্রা

বর্ষাকাল। বাইরে মেঘলা আকাশ।

বৃষ্টিটা শুরু হয়েই গেল। কিছুতেই থামতে চাইছে না। কোন যৌক্তিকতা না মেনেই চলছে বৃষ্টি। শুধু যুক্তি মানতে হচ্ছে বিতার্কিকদের। হাজারো যুক্তি খণ্ডন করেই তাদের এগিয়ে যেতে হয়েছে।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় বিতর্ক সংগঠন ‘সিইউডিএস’র উদ্যোগে বাণিজ্য অনুষদ মিলনায়তনে হয়ে গেলো দ্বাদশ বাংলা ও ষষ্ঠ ইংরেজি আন্তঃ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা।

‘বিআরআইসি’এস (ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চীন) এর রাষ্ট্রগুলোর এমন বিশ্ব ব্যবস্থার পতন ঘটাবে, ক্ষুদ্র রাষ্ট্র সমূহের পারমানবিক শক্তি অর্জন বিশ্বে শক্তির সাম্য নিয়ে আসবে এবং নারী আন্দোলন একটি ব্যর্থ ধারনা। ’ এমন সব নানা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ৩৮ বিভাগের ৬০টি দলের তুমুল বির্তক যুদ্ধ শেষে চূড়ান্ত পর্বে উঠে ইসলামের ইতিহাসের ‘মরুঝড়’ এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘ইশান’ দল।

‘তারুণ্যের দিপ্তীতে সৃজনের পথচলা’ স্লোগানে চিটাগাং ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় বাস্তববাদী যোদ্ধা, মিরর অব হিউমিনিটি, মরুঝড়, সত্যের পূজারী,  ন্যায়ের বাহক, পিংকহাট, অভিযাত্রী, সর্বংসহা, পাঞ্জেরী, প্রতিত্যপ্রমা নামে বিভিন্ন দল বিতার্কিকদের মিলনমেলায় অংশ নেন।

বিভিন্ন রাউন্ড পেরিয়ে সমাপনী বাংলা বিতর্কে সরকারি দল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ‘মরুঝড়’র প্রধানমন্ত্রী ইকবাল হোসাইন মন্ত্রীসভার সদস্য মামুন আল কাইয়্যুম এবং সাংসদ আঞ্জুমান আরাকে সংসদে যোগ দেন।

অন্যদিকে বিরোধী দল যোগাযোগ ও সাংবাদিকতার ‘ইশান’ও দলনেতা আল আমিন, উপনেতা আশরাফুল আনোয়ার এবং সাংসদ মারুফা আক্তার সংসদে উপস্থিত হন।

‘তীব্র প্রতিযোগিতার বিশ্বে ঈশ্বর আজ অনুপস্থিত’ প্রধানমন্ত্রী ইকবাল হোসাইন প্রস্তাব করেন। প্রধানমন্ত্রী নীতি নৈতিকতা ও আদর্শকে এবং বিরোধী দল নেতা আল আমিন ধর্ম বিশ্বাসকে ঈশ্বর বাতলিয়ে নানা যুক্তি তুলে ধরেন।

টানটান উত্তেজনায় কোন ওয়াক আউট ছাড়াই, পাল্টা-পাল্টি যুক্তি উপস্থাপন এবং খন্ডন শেষে সরকারি দলের শক্ত অবস্থানে সংসদে শেষ পর্যন্ত প্রস্তাব পাশ হয়।

বাংলায় চ্যাম্পিয়ান হয় ‘মরুঝড়’। দলের মন্ত্রী মামুন আল কাইয়্যুম বলেন, ‘যৌক্তিক মানুষই পারে পৃথিবীর ইতিবাচক পরিবর্তন করতে পারে। ’

তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘বিতর্ক আমাকে যুক্তিবাদী হতে শিখিয়েছে, অনুপ্রাণিত করেছে সত্যানুসন্ধান এবং গোড়ামী বিবর্জিত মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। ’

অন্যদিকে, ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও ম্যানেজমেন্ট স্টাডিজ। সরকারি দল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রধানমন্ত্রী ছিলেন নূর হোসেন নির্ঝর।

বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিটি বিতর্ক সেশনই আমার কাছে প্রাণ, যা আমাকে নতুন জ্ঞানের রাজ্য অনুসন্ধানে সহায়তা করে। ’

ইংরেজি বিতর্কে রানারআপ দলের উপনেতা রুবেল হোসেন বলেন, ‘যেকোন পরাজয় দুঃখজনক; কিন্তু দু’ দলের যুক্তির লড়াইয়ে অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পারটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। ’

এদিকে প্রতিযোগিতার সমাপনীতে শিক্ষার্থীদের অন্যতম অনুপ্রেরণা ছিলেন দু’বারের এভারেস্ট বিজয়ী এম এ মুহিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফ।

সামাজিক আন্দোলন হিসেবে বিতর্ক একটি সুষ্ঠু ও সমৃদ্ধ দেশ গঠনে যোগ্য নেতৃত্ব তৈরি করায় বিশেষ অবদান রাখবে বলে আশা করেন সংগঠনের সভাপতি লুৎফুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, আগষ্ট ০৪, ২০১২
সম্পাদনা: শেরিফ আল সায়ার, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।