ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

রেললাইনের ওপর রাতভর মাছের বাজার!

মনোয়ারুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৮, সেপ্টেম্বর ২৬, ২০১২
রেললাইনের ওপর রাতভর মাছের বাজার!

ঢাকা: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে রেললাইনের দুই পাশে বসে মাছের বাজার। এ বাজারের বৈশিষ্ট্য হলো বাজারটি শুরু হয় রাতে।

আবার শেষও হয় রাতে।

রাত ৮টা থেকে শুরু হয়ে ভোর ৪টার মধ্যে এ বাজারটির বিকিকিনি শেষ হয়। তবে, রেললাইনের সঙ্গেই লাগানো এই বাজারে মানুষ প্রাণের ঝুঁকি নিয়েই মাছ কেনাকাটা করেন। রাতের ঢাকায় এই বাজার যেন একটি নির্ঘুম বাজার।

মঙ্গলবার রাতে খিলগাঁও ফ্লাইওভার রোডে রাতে এই দৃশ্য দেখা যায়, তুমুল হৈচৈ আর চেচামেচির মধ্যে বাজার চলছে। এখানে কেউ কারো দিকে তাকানোর সময় পায়না। সবাই শুধু নিজের কাজেই ব্যস্ত। মাছের দাম নিয়ে চলে হাকডাক। ট্রেন আসলেও কেউ কেউ খেয়ালও করেন না। কিছু মাছ ব্যবসায়ী আবার রেল লাইনের ওপরেই মাছের ঝুড়ি রেখে দেন।

মাছ বিক্রি করতে ছোট ছোট পিকআপ ভ্যান বা অটোরিকশা নিয়ে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কেরাণীগঞ্জ, টঙ্গী থেকে মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। এখানে পাইকারি দরে মাছ বিক্রি করেন। রাজধানীর বিভিন্ন এলাকার মাছ বিক্রেতারা এখান থেকে মাছ কিনে সকালেই আবার এলাকায় বা বিভিন্ন কাঁচাবাজারে বিক্রি করেন।   তবে খুচরা ক্রেতারাও আসেন এখানে মাছ কিনতে। খুচরা ক্রেতাদের মধ্যে হোটেল মালিকরাই বেশি।

এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে বলে মনে করেন, ফ্লাইওভারে দায়িত্বরত পুলিশ কনস্টেবল দেলোয়ার হোসেন।

তিনি বলেন, “আমরা ফ্লাইওভারে ডিউটির পাশাপাশি এই মাছ বাজারেও ডিউটি করি। এখানে মাঝেমধ্যে বড় ধরনের গণ্ডগোল হয়। তখন আমরা হস্তক্ষেপ করে আপস করে দেই। কিন্তু, বার বার বলা স্বত্ত্বেও রেললাইনের ওপরে জিনিসপত্র রাখার অভ্যাস আমরা বলেও দূর করতে পারিনি। আমরা সরিয়ে দিয়ে আসলেও কয়েক মিনিটের মধ্যে তারা আবারও সে জায়গায় রেখে দেন। ”

রেললাইনের ওপর ও রেললাইনের কোল ঘেঁষে মাছের ঝুড়ি রাখার ফলে দুর্ঘটনা ঘটতে পারে। তারপরও কেন রাখেন, এই প্রশ্নের জবাবে মাছ ব্যবসায়ী কেরামত আলী বাংলানিউজকে বলেন, “আসলেই এ থেকে সতর্ক হওয়া দরকার। আমরা বেচাকেনা আর কথার ধান্দায় খেয়াল করিনা। ”

তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, রেলক্রসিং বন্ধ করে দোকানগুলো বসায় খিলক্ষেত ফ্লাইওভারের নিচ দিয়ে বাসাবো যাওয়ার রাস্তা কিছুটা বন্ধ থাকে।

সিএনজিচালিত অটোরিকশাচালক বাবুল অভিযোগ করেন, রাস্তার ওপর এই ধরনের মাছের বাজার হওয়াতে আমাদের চলাচলে অসুবিধা হয়। কিন্তু, দেখার কেউ নেই!”

বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২
এমআইআর/সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।