ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

জলবায়ু পরিবর্তন বিষয়ে দক্ষিণ এশিয়ার তরুণদের কর্মশালা

শেরিফ আল সায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, সেপ্টেম্বর ২৬, ২০১২
জলবায়ু পরিবর্তন বিষয়ে দক্ষিণ এশিয়ার তরুণদের কর্মশালা

ঢাকা: জলবায়ু পরিবর্তনে সচেতনতা সৃষ্টিতে বিশ্বব্যাপি সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ব্রিটিশ কাউন্সিলে শুরু হয়েছে চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ৭টি দেশের ২৫ তরুণকে নিয়ে এ কর্মশালার আয়োজন করেছে জলবায়ু আন্দোলনের ওয়েবভিত্তিক সংগঠন 350.org এবং  বাংলাদেশ ইয়ুথ মূভমেন্ট ফর ক্লাইমেট (বিওয়াইএমসি)।



কর্মশালায় সহযোগী হিসেবে রয়েছে অ্যাকশন এইড, অক্সফাম এবং ব্রিটিশ কাউন্সিল।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মশালার বুধবার দ্বিতীয় দিন।

বাংলাদেশ ইয়ুথ মুভমেন্ট ফর ক্লাইমেটের উদ্যোক্তা রেজওয়ান নবীন বাংলানিউজকে জানান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভূটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার ২৫  তরুণকে নিয়ে এই কর্মশালার  আয়োজন করা হয়েছে। জলবায়ু আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতে অনলাইন ও অফলাইন ক্যাম্পেইনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে এ অঞ্চলের তরুণদের মাঝে জাতীয় ও আঞ্চলিক ইস্যুতে ঐক্যমত্য গড়ে উঠবে। কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিও তুলে ধরা হবে।

কর্মশালার অন্যতম সহযোগী অ্যাকশন এইডের আন্তর্জাতিক বিভাগের ডেপুটি ম্যানেজার তানজির হোসেন বাংলানিউজকে বলেন, সামাজিক অধিকার আদায়ের জন্য দক্ষিণ এশিয়ার তরুণদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করা জরুরি হয়ে পড়েছে। আমরা যদি এক হতে পারি তবে বিশ্ব নেতাদের চাপ প্রয়োগ করে অধিকার আদায় করতে পারবো। এই বিষয়টিকে মাথায় রেখেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে ।

ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে কর্মশালা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১২
সম্পাদনা: শাহেদ হোসেন, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।