ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
৫ জুলাই ২০২৫, শনিবার। ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৮১১- প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৮৪১- টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন।
১৯২৪- ব্রাজিলের সাওপাওলোতে সামরিক অভ্যুত্থান।
১৯৪৭- ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
১৯৭৫- কেচাভার্দের স্বাধীনতা লাভ।
১৯৯৪- ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয়।
জন্ম
১৮৫৭- জার্মান কমিউনিস্ট নেতা ক্লারা জেটকিন।
১৮৯১- নোবেলজয়ী মার্কিন চিকিৎসক হার্বাট স্পেনসার।
১৯০২- লেখক ফ্রাঙ্ক ওয়াটার্স।
১৯৪১- সাংবাদিক ও শহীদ বুদ্ধিজীবী সৈয়দ নাজমুল হক।
খুলনাতে জন্মগ্রহণ করেন। ছিলেন পিপিআইয়ের (পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল) প্রধান প্রতিবেদক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তান সেনাবাহিনী, রাজাকার ও আলবদর বাহিনীর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অংশ হিসেবে অপহৃত ও পরে শহীদ হন।
১৯৮২- ইতালিয়ান ফুটবলার আলবের্তো জিলার্দিনো।
মৃত্যু
১৮২৬- সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র্যাফেলস।
১৯৬৬- নোবেলজয়ী হাঙ্গেরিয়ান রসায়নবিদ জর্জ দ্য হেবেসি।
১৯৬৯- মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিও ম্যাককার।
১৯৬৯- জার্মান স্থপতি ভালটার গ্রোপিউস।
১৯৭৯- টেনিস তারকা এলিজাবেথ রায়ান।
আরবি