‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ (PTSD) কথাটি এখন আর রাশভারী মনস্তত্ত্ববিদদের মুখনিঃসৃত গালভরা কোনো বচন নয়, সাধারণ্যে এ ধরনের সমস্যা এখন অহরহ দেখা যাচ্ছে। এমনকি বৃটিশ সেনাবাহিনীর সদস্যরাও ব্যাপক হারে এ সমস্যার শিকার হচ্ছে।
মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে ডেইলি ভাস্কর ডট.কম জানায়, এ সংকট উত্তরণে বৃটিশ সরকার অভিনব চিকিৎসা পদ্ধতির দিকে ঝুঁকেছে। এরই ধারাবাহিকতায় আগামী জানুয়ারি থেকে ভারতের বিহারে মহামানব গৌতম বুদ্ধের ধ্যানস্থল বুদ্ধগয়ায় ৪হাজার বৃটিশ সেনাসদস্য পর্যায়ক্রমে ভ্রমণ করবে যুদ্ধের বয়বহ স্মৃতি ভুলে মানসিক স্থিতি আর হারানো শান্তি ফিরে পেতে।
এ সূত্রে মানসিক সমস্যাক্রান্ত সৈন্যদের বোধিবৃক্ষ তীর্থ ভ্রমণে অনুমতি দেওয়ার জন্য বৃটিশ সোবাহিনীর পক্ষ থেকে বিহার ট্যুরিজম বোর্ডকে অনুরোধ করা হয়েছে।
জানা গেছে, ওই ৪ হাজার বৃটিশ সৈন্যের সবাই নিষ্ঠাবান বোদ্ধ ধর্মানুসারী।
জানা গেছে, ২০১৩ সালের জানুয়ারিতে ১০০ থেকে ১৫০ জনের একেকটি ব্যাচে করে বৃটিশ সৈন্যরা ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনা থেকে ১০০ কিলোমিটার দূরের বুদ্ধগয়ায় যাবে ধ্যানমগ্নতায় (মেডিটেশন) ডুবে গিয়ে যুদ্ধের ভয়াবহ স্মৃতি ভোলার অভিযানে। এসময় তারা সেখানকার আরো একটি তীর্থকেন্দ্র সারনাথেও যাবে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১২
একে