ঢাকা: যারা একেবারেই বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন কর্মস্থলের প্রতি, কিন্তু চাকরি ছাড়ার ব্যাপারে ভুগছেন দ্বিধা, দৌদুল্যমানতায়, এই লেখা তাদের জন্য।
চাকরি ছাড়তে চাওয়া এক জিনিস, আর রিজাইন লেটার জমা দিয়ে কর্মস্থলের দরোজা মাড়িয়ে একবারে বেরিয়ে যাওয়া আরেক জিনিস।
রিজাইন লেটার বসের টেবিলে পাঠাতে যথেষ্ট সাহস নেই আপনার , বাধা হয়ে দাঁড়িয়েছে কোনো মানসিক দায়বদ্ধতা, তবে একটু চোখ বুলিয়ে নিন, নিচের টিপসগুলো আপনার কাজেও লেগে যেতে পারে।
চাকরি ছাড়তে চাওয়ার অনেক কারণই থাকতে পারে। ঘাড়ের ওপর সবসময় নিঃশ্বাস ফেলছে ছোক ছোক স্বভাবের বস, তার খবরদারি থেকে রেহাই পেতে চান আপনি। কিংবা প্রতিদিনই বিরক্তিকর একঘেয়ে কাজ করতে করতে আপনি ক্লান্ত।
তবে কারণ যাই হোক না কেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাকে দীর্ঘমেয়াদী চিন্তা করে নিতে হবে।
প্রথমত, নিজের কাছে পরিস্কার করতে হবে, কেন আপনি চাকরিটি ছাড়ছেন। পরবর্তী কর্মস্থল সম্পর্কেও একটা প্রাথমিক ধারণা আগেই থেকেই পেতে হবে আপনাকে।
আসলে চাকরি ছাড়ার মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভবিষ্যত পরিকল্পনাটি আর একবার মনের আয়নায় ঝালাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
দ্বিতীয়ত, মন স্থির হয়ে গেলে বোনাসের জন্য অপেক্ষা করে সময় নষ্ট করবেন না। মনে মনে একটি নির্দিষ্ট দিন ঠিক করে ওই সময়ের মধ্যেই চাকরি ছাড়ুন। বোনাস পাওয়ার পর নয়।
বোনাস হাতে পেলেই আপনি আগের থেকে ভালো বোধ করবেন, কর্মস্থলকে হয়তো আর অতটা খারাপ লাগবে না, এমনকি চাকরি ছাড়ার ব্যাপারে আপনার সংকল্পও দুর্বল হয়ে পড়তে পারে।
আর চূড়ান্ত পরামর্শ হচ্ছে, চাকরি ছাড়ুন নীরবে, সতর্কতার সঙ্গে, যতটা সম্ভব গোপনে।
আপনি হয়তো বসের ওপর খুব বেশি ক্ষুদ্ধ, ঘোষণা দিয়েই ছাড়তে চান কর্মস্থল। আপনার প্রতি পরামর্শ একটাই, মাথা ঠান্ডা করুন, একটু অপেক্ষা করুন।
চাকরি ছাড়ার পর আপনি কি করবেন, তা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিষয়টি গোপন থাকাই ভালা।
চাকরি ছাড়লে হয়তো আপনি তাৎক্ষণিক প্রশান্তি অনুভব করবেন, তবে এই স্বাধীনতা আপনার জন্য ঝুঁকিরও কারণ হয়ে দাঁড়াতে পারে।
যদি এমন হয়, নতুন কাজ আগের চাকরির থেকেও অসুবিধাজনক, পুরনো কর্মস্থল ছাড়ার পর আপনি ভালো নেই, তখন কিন্তু অস্বস্তির মধ্যে পড়বেন আপনি নিজেই। কারণ মানুষের দুর্নাম বা খারাপ খবর ছড়ায় একটু তাড়াতাড়িই।
তাই সাধু সাবধান,
‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ’
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
আরআর