যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কি? উত্তর আসবে পানি। আবার যদি প্রশ্ন করা হয়, বাংলাদেশের কোন প্রাকৃতিক সম্পদ সংকটের মুখে? তখনও উত্তর আসবে পানি।
এই বিপুল পানিসম্পদ, সম্ভাব্য পানি সংকট ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে শুধু দক্ষ পানিসম্পদ কৌশলীই প্রয়োজন নয়; প্রয়োজন একটি বিশেষ জনগোষ্ঠীর যারা পানিসম্পদ নিয়ে ভাববে, লিখবে, বিতর্ক করবে এবং দেশ ও জাতিকে সচেতন করে তুলবে।
ঠিক এরকম একটি জনগোষ্ঠী তৈরির মানস নিয়েই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পানি সম্পদ কৌশল বিভাগের কিছু উদ্যমী শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টায় পানিসম্পদ কৌশলী ফোরাম বা WRE Forum এর যাত্রা শুরু হয় ২০১১ সালের ১৬ ডিসেম্বর ।
আসছে ১৬ ডিসেম্বর, ২০১২ ‘ডব্লিউআরই ফোরাম’ নামে এ সাইটটির প্রথম বছর পূর্ণ হতে যাচ্ছে, যা শুধুমাত্র পানিসম্পদ নিয়েই কাজ করা বাংলাদেশের একমাত্র ফোরাম।
২)
যাত্রার শুরু থেকেই পানিসম্পদ ফোরামের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের জনগোষ্ঠীর মাঝে পানিসম্পদের ব্যবহার, ব্যবস্থাপনা, সংকট ও সমাধান বিষয়ক গণসচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি পানিসম্পদ নিয়ে পড়াশোনা, গবেষণা, আলোচনা, পর্যালোচনা করে এবং পানিসম্পদ নিয়ে আগ্রহী এরকম ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক ভিত্তিভূমিতে নিয়ে আসা।
পানিসম্পদে উচ্চশিক্ষার প্রসার, প্রচার ও সুযোগ নিয়ে আলোচনা, পর্যালোচনা ও তথ্যের ভাণ্ডার গড়ে তোলা; পানিসম্পদ নিয়ে দেশে ও বিদেশে গবেষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা; এবং পানিসম্পদ নিয়ে লেখালেখি করছে বা করবে এরকম একটি বিশেষ জনগোষ্ঠীকে উৎসাহী করার চেষ্টায় একটি ব্লগ সাইট চালু করা।
এমন উদ্দেশ্য নিয়েই WRE Forum হাঁটি হাঁটি পা পা কাটিয়ে দিল প্রথম বছর। এই এক বছরে একেবারে শূন্য থেকে শুরু করে এখন বেশ তথ্যবহুল এবং কার্যকরী একটি প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। পানিসম্পদ কৌশলের বর্তমান শিক্ষার্থী,শিক্ষক, চাকরীরত পানিসম্পদ কৌশলী, বিদেশে গবেষণায় ছাত্র, শিক্ষক সবাই এসে যোগ দিয়েছেন একই ছাতার নিচে।
গঙ্গার পানি-বন্টন চুক্তি, তিস্তা নদীর পানি বন্টন, টিপাইমুখ বাঁধ, ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করছেন শিক্ষার্থী, গবেষক, প্রকৌশলীরা। শুধু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ইস্যুই নয়, পৃথিবীর নানা দেশের পানিসম্পদের অভিজ্ঞতাও উঠে এসেছে এ ফোরামের আলোচনায়। উন্নত বিশ্ব কীভাবে পানিসম্পদের বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং সেগুলো থেকে বাংলাদেশ কী কী শিক্ষা নিতে পারে তা নিয়েও চলছে মতামত আদান-প্রদান।
গবেষণা প্রবন্ধের পাশাপাশি, পানিসম্পদের জন্য দরকারী নানা সফটওয়্যারের গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল জায়গা করে নিয়েছে ফোরামের ডেস্কে। এখান থেকে উপকৃত হচ্ছেন এইসব সফটওয়্যার নিয়ে কাজ করা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। নানা সমস্যায় আটকে গেলে নিয়মিত সমাধানও পাচ্ছেন। জলবায়ু সম্পর্কিত কাজ করতে গেলে অনেক ডাটার প্রয়োজন হয়, দরকার হয় নানা প্যারামিটারের একত্রীকরণ। সেইসব ডাটা কীভাবে সহজলভ্যভাবে পাওয়া যায় তাও বাতলে দিয়েছেন ফোরামের এক সদস্য।
বর্ষপূর্তির প্রারম্ভে এসে ফোরাম আত্মপ্রকাশ করছে নতুন মাত্রায়। ঢাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক ও অন্যান্য অঙ্গ সংগঠনের সহতায় ৪-৫ জানুয়ারি, ২০১৩ তে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশীয় আন্তর্জাতিক পানিসম্পদ সম্মেলনের সহযোগী-সংগঠন হিসেবে কাজ করছে এই ফোরাম।
পানিসম্পদ ফোরাম থেকে গৃহীত বিভিন্ন কার্যক্রমের ফলে দেশ-বিদেশের সব কিছুর পাশপাশি এর সাথে যুক্ত হয়েছে দেশে ও বিদেশে পানিসম্পদ নিয়ে কাজ করছেন বা পানি সম্পদে আগ্রহী বিভিন্ন পর্যায়ের মানুষ। পানি সম্পদে আগ্রহী তরুণ প্রজন্মকে বিশেষভাবে আকৃষ্ট করেছে ফোরামটি।
৩)
প্রথম বছর উদযাপনকে সামনে নিয়ে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে গত এক বছরের প্রকাশিত লেখাগুলো নিয়ে ই-বুক প্রকাশ, পানি সম্পদের ব্যবহার ও সমস্যা নিয়ে মাসব্যাপী অনলাইন চিত্র প্রদর্শনী, মাসব্যাপী পানি সম্পদ সংক্রান্ত লেখা প্রকাশ, দেশী-বিদেশী ফোরামে সদস্যদের নিয়ে মিলনমেলার আয়োজন ইত্যাদি।
অনলাইন চিত্র প্রদর্শনী দেখতে ভিজিট করতে যে কেউ ভিজিট করতে পারবে (http://events.wreforum.org)।
মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, স্বপ্নই তাকে নিয়ে যায় সাফল্যের শীর্ষে। আমাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশের জন্য সেরকম একটি বিশেষ জনগোষ্ঠী তৈরি করা। যারা যুক্তির বিচারে পানিসম্পদ সমস্যা নিয়ে ভাববে, পানিসম্পদ নিয়ে নিজেদের সাফল্যের কথা শোনাবে, পানিসম্পদ সমস্যা নিয়ে দেশ ও জাতিকে সচেতন করে তুলবে। আমাদের বিশ্বাস এই স্বপ্ন সফল হবে। আমরা আগামী দিন গুলোতেও পানিসম্পদ নিয়ে এভাবেই নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রচেষ্টায় থাকব। পানি সম্পদে আগ্রহী যে কেউ ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন এই ঠিকানায় http://wreforum.org।
পানি নিয়ে যে কোন ধরনের লেখাও জমা দিতে পারবে ব্লগে। সেই সাথে এই ফোরাম নিয়ে সবার চিন্তাভাবনা, মন্তব্য, পরামর্শও জানাতে ইমেইল করা যাবে (wreforum@gmail.com) এই ঠিকানায়।
ওয়েবসাইটটির বিভিন্ন খবর আর পোস্ট এর সাথে আপডেট থাকতে বহুল প্রচলিত ফেসবুক ফ্যান পেইজে যুক্ত থাকতে পারেন। ফেসবুক ফ্যান পেজ লিংকঃ https://www.facebook.com/wreforum.buet
লেখক: জাহিদুল ইসলাম, আহম্মেদ জুলফিকার রহমান, সারফরাজ আলম, আসিফ আহমেদ ও ডঃ মোহাম্মদ মোস্তফা আলী (লেখক বৃন্দ বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষার্থী, বর্তমান শিক্ষক ও পানি সম্পদ ফোরামের সদস্য)।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২
সম্পাদনা: শেরিফ আল সায়ার, বিভাগীয় সম্পাদক