ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফিচার

ময়মনসিংহ মেডিকেল কলেজে বিতার্কিকদের মিলন মেলা

এম.আব্দুল্লাহ আল মামুন খান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, ডিসেম্বর ১৪, ২০১২
ময়মনসিংহ মেডিকেল কলেজে বিতার্কিকদের মিলন মেলা

ময়মনসিংহ: ‘যুক্তির সৌন্দর্য্যে সেবা হোক আলোকিত’ এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ মেডিকেল কলেজে বসেছে বিতার্কিকদের মিলন মেলা। দেশের সরকারি-বেসরকারি ৭৫ টি মেডিকেল কলেজের বিতার্কিকরা এ উৎসবে যোগ দিয়েছেন।



প্রায় অর্ধ যুগ পর ময়মনসিংহ মেডিকেল কলেজে এ প্রথম এ বৃহৎ উৎসবকে ঘিরে সৃষ্টি হয়েছে অন্য রকম আবহ। উৎসবের বর্ণচ্ছটায় রঙিন হয়ে উঠেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়াম আঙিনা।

যুক্তি-তর্কের মিশেলে শুক্রবার দিনমান চারটি গ্র“পে ১৮টি টিম বিজয়ের মাসে মেধা-মননের বিজয়ের ইঙ্গিত দিয়েছেন।

উৎসব শুরু বর্ণাঢ্য র‌্যালীর মধ্যে দিয়ে : শুক্রবার সকাল ১০ টার দিকে বর্ণাঢ্য র‌্যালীর মধ্যে দিয়ে শুরু হয় দু’দিনব্যাপী এস.কে.এফ ২য় এনডিএফ বিডি-এমএমডিএস জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব’১২।

ময়মনসিংহ মেডিকেল কলেজ চত্বর থেকে এ র‌্যালী বের হয়ে চরপাড়া মোড় প্রদক্ষিণ করে ফের মেডিকেল কলেজে এসে শেষ হয়।

এ বর্ণাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা: মো: মতিউর রহমান। এ সময় ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ’র (এন.ডি.এফ) চেয়ারম্যান এ.কে.এম.শোয়েব, ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা: মতিউর রহমান ভূইয়া, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ’র (এন.ডি.এফ) কো-চেয়ারম্যান মিসবাহ আহমেদ মাহাদী, ময়মনসিংহ মেডিকেল ডিবেটিং সোসাইটির (এম.এম.ডি.এস) উপদেষ্টা রুহুল আমিন তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Bitorkoবাংলাদেশ বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এন.ডি.এফ) ও ময়মনসিংহ মেডিকেল ডিবেটিং সোসাইটির (এম.এম.ডি.এস) যৌথভাবে দু’দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে। শনিবার এ উৎসব শেষ হবে।

এ জাতীয় উৎসবের মিডিয়া পার্টনার দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম, দৈনিক ইত্তেফাক, চ্যানেল ৭১, দ্য ডেইলী স্টার ও এফ.এম.রেডিও।

বর্ণাঢ্য র‌্যালীর পর শুক্রবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল।

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা: মো: মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: লোকমান হোসেন মিয়া, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু, এস.কে.এফ বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) ডা: মো: মুজাহিদুল ইসলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা: মতিউর রহমান ভূইয়া, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ’র (এন.ডি.এফ) কো-চেয়ারম্যান মিসবাহ আহমেদ মাহাদী, ময়মনসিংহ মেডিকেল ডিবেটিং সোসাইটির (এম.এম.ডি.এস) উপদেষ্টা রুহুল আমিন তুহিন।

অতিথিরা কে কী বললেন : উদ্বোধনী অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, যুক্তি-তর্কের মধ্যে দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশ ও চর্চায় বাংলাদেশ এগিয়ে যেতে পারে। জাতীয় পর্যায়ে এ ধরণের বিতর্ক উৎসব আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। ’

জেলা প্রশাসক মো: লোকমান হোসেন মিয়া বলেন, ‘সুশিক্ষা মানুষকে যুক্তিবাদী করে। যুক্তির মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ’

ময়মনসিংহ পৌরসভার মেয়র ও দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো: ইকরামুল হক টিটু বলেন, ‘মেধা ও মনন চর্চায় যুক্তি বুদ্ধির গুরুত্ব তুলে ধরতে এ ধরণের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সুন্দর ময়মনসিংহের প্রাঙ্গণকে মুখরিত করার জন্য দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আগত বিতার্কিকদের সু-স্বাগতম জানান তিনি।  

বাংলাদেশ বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ’র (এন.ডি.এফ) চেয়ারম্যান এ.কে.এম.শোয়েব বলেন, ‘কোয়ানটিটি নয়, আমাদের কোয়ালিটি পিপল দরকার। যারা দেশকে নেতৃত্ব দেবে। বিতর্কের মধ্য দিয়ে সে যোগ্যতা অর্জন সম্ভব।

এ জাতীয় বিতর্ক উৎসবের প্ল্যাটফর্ম বাংলাদেশের মেডিকেল কলেজের মধ্যে সবচেয়ে বৃহৎ মত প্রকাশের জায়গা উল্লেখ করে তিনি বলেন, ‘বিতর্কের মধ্যে দিয়ে আলোকিত, যুক্তিবাদী ও পরমতসহিষ্ণু মানুষ গড়ে উঠবে। ’

পাঠ্যসূচিতে বিতর্ক শিল্পকে অন্তর্ভূক্তির জোর দাবি জানিয়ে বাংলাদেশে বিতর্ক আন্দোলনের এ নেতা বলেন, ‘বিতর্ক শিল্প পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত হলে একজন শিক্ষার্থী ছোট বেলা থেকেই মত প্রকাশের পদ্ধতিগুলো যুক্তিসঙ্গতভাবে প্রকাশ করার শক্তি অর্জন করবে। ’

Bitorko-Utoshobময়মনসিংহ মেডিকেল ডিবেটিং সোসাইটির (এম.এম.ডি.এস) উপদেষ্টা রুহুল আমিন তুহিন বলেন, ‘দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আগত বিতার্কিকরা তাদের যুক্তি-তর্কের মধ্যে দিয়ে এ উৎসবকে সাফল্যমন্ডিত করার পাশাপাশি বিজয়ের এ মাসে উড়াবে নতুন বিজয়ের পতাকা।

আজীবন সম্মাননা : এস.কে.এফ ২য় এনডিএফ বিডি-এমএমডিএস জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব’১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেশের একমাত্র যুদ্ধাহত চিকিৎসক মুক্তিযোদ্ধা, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ও ল্যাবএইডের চীফ কনসালটেন্ট অধ্যাপক ডা: এম.আমজাদ হোসাইনকে আজীবন সম্মাননা দেয়া হয়।

তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল।

সম্মাননা ক্রেস্ট পেয়ে আবেগ আপ্লুত কন্ঠে ডা: এম. আমজাদ হোসাইন বলেন, ‘অসহায় মানুষের কল্যাণে সারা জীবন নিজেকে নিয়োজিত করতে চাই। ’

ময়মনসিংহ মেডিকেল কলেজে অন্য রকম আমেজ : রাজনীতি বা গ্র“পিং-কোন্দলে জর্জরিত ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ। কিন্তু চিরচেনা এ ইমেজ থেকে শুক্রবার বেরিয়ে এসেছে এ কলেজটি। বিতর্ক উৎসব নিয়ে মেতে উঠেছে কলেজের শিক্ষার্থী-শিক্ষকরা।

ফলে ময়মনসিংহ মেডিকেল কলেজ আঙিনায় বইছে অন্য রকম আমেজ।

এর নেপথ্যে কাজ করেছেন এক ঝাঁক স্বপ্নবান মানুষ। রাজনীতির বাইরেও দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই তারা এ জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করেছেন।

এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা ময়মনসিংহ মেডিকেল ডিবেটিং সোসাইটির (এম.এম.ডি.এস) উপদেষ্টা রুহুল আমিন তুহিন বলেন, ‘এসব মেধাবী বিতার্কিকদের মধ্যে থেকেই বেরিয়ে আসবে আগামীর নেতৃত্ব। যারা জাতিকে ভুল পথে পরিচালিত করবেন না।

যুক্তি-তর্কের মধ্যে দিয়েই এরা গণতন্ত্রের সঠিক চর্চা প্রতিষ্ঠিত করবে। ’

বাংলাদেশ সময় ১৬৪৫ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০১২
প্রতিনিধি/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।