ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

তারুণ্যের তুলিতে নতুন বছর

গ্রন্থনা: শেরিফ আল সায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, ডিসেম্বর ৩১, ২০১২
তারুণ্যের তুলিতে নতুন বছর

নতুন বছরে মানুষ পুরানো গ্লানি ভুলে যেতে চায়। বাঁধতে শুরু করে নতুন স্বপ্ন।

যে স্বপ্ন তাদের নিজ তুলিতেই আঁকা। বিশেষ করে, তরুণদের মধ্যে স্বপ্ন দেখার আকাঙ্ক্ষা সবাইকে হার মানায়। তাদের স্বপ্নের ওপর ভর করেই এই দেশ এগিয়ে যাচ্ছে। তারাই লাল সবুজের বাংলাদেশ।

স্বপ্নযাত্রার পক্ষ থেকে বিভিন্ন শ্রেণীর তরুণদের নতুন বছরের ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রত্যেকেই উত্তর দিয়েছেন নিজের মত করেই। নিজের তুলিতেই এঁকেছেন নতুন বছরটিকে। তাদের নিয়েই স্বপ্নযাত্রার এ আয়োজন।

tashfiতাশফী মাহমুদ
সংগঠক, বিশ্বসাহিত্য কেন্দ্র

দেখতে দেখতে এসে গেল ২০১৩। আরেকটি নতুন বছর। সবাই পুরানো বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলাতে মেলাতে নতুন বছরের জন্য খোলে ‘স্বপ্নের হালখাতা’। নতুন  বছরের সাথে আসে নতুন  আশা, নতুন ভাবনা।

নতুন বছরের চাওয়া হলো-বাংলার তরুণ প্রজন্মের একজন হিসেবে যুদ্ধাপরাধীদের খুব দ্রুত বিচার শেষ করে তাদের মৃত্যুদন্ডের কার্যকর করা। এছাড়াও দেশে বিরাজ করুক রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিকভাবে হয়ে উঠুক ‘এশিয়ান টাইগার’।

২০১৩ সালেও ক্রিকেট বিশ্ব ভয়ে কাঁপুক বাঙালির গর্জনে। প্রযুক্তি-শিল্প-সাহিত্যসহ সব অঙ্গনে বাংলাদেশ থাকুক প্রথম সারিতে।
 
আমাদের তেমন কোন বড় সমস্যা নেই। ছোট ও ব্যক্তিগত সমস্যাগুলোকে আমরা জাতীয় সমস্যা হিসাবে দেখতে পাই। খুঁড়ে খুঁড়ে নতুন সমস্যা আবিষ্কার করা থেকে বিরত থাকি। পুরানো সমস্যাগুলোকে সমাধান করি। সবাই মিলে মিশে কাজ করি। নিজের দেশকে  ভালোবাসি।

চলে যাওয়া বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির ছোট-বড় আনন্দ বেদনা যোগাবে নব প্রত্যয়ে নতুনের সম্ভাবনা। নতুন দিনে এই প্রার্থনা আমার, শুভ হোক এই বছরের ৩৬৫ দিন সবার জন্য।

Rafi রাফি মোহাম্মদ
বিজ্ঞাপন সংস্থায় কর্মরত

যে জীবন দোয়েলের, শালিকের তার সাথে সত্যিই এখন আর আমাদের দেখা হয় না। সময় এখন আর খোলা আকাশের উদারতা দেখার সুযোগ দেয় না। প্রতিদিন ভোরে ঘুম ভাঙে পত্রিকার পাতায় খারাপ খবর দেখার আতঙ্কে।

ছোটবেলায় পড়া ‘অ’-তে অজগর ওই আসছে তেড়ে এই লাইনটি বারবার এখন মনে হয়। পত্রিকার পাতা খোলার আগে মনে হয় সত্যিই হয়তো অদৃশ্য কোন অজগর তেড়েফুড়ে আসছে আমাদের গ্রাস করতে।

কিন্তু তবুও আশা আমরা হারাই না, আমরা স্বপ্ন দেখতে ভুলিনা। প্রতিদিন খারাপ সংবাদগুলো ভেতরে ভেতরে আমাদের পোঁড়াতে থাকে, ক্রোধের বাষ্প ফুসফুস ছাপিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে।   স্নেহ, প্রেম, ভক্তি, শ্রদ্ধা এর অনেক কিছুই এখন আমরা হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি আমাদের মূল্যবোধ। তখন মনকে প্রবোধ দেই এই বলে যে, ‘দেখ্ এত সংঘাতের মাঝে আমাদের অর্জনও কম নেই’।

সত্যিই তো, হাজারো খারাপ সংবাদে ভরপুর পত্রিকাগুলোতে আমরা বহুবার দেখেছি অনেক ভালো খবর। সত্যি কথা বলতে হলে লিখতে হয়, খারাপ খবর দেখতে দেখতে চোখটাই নষ্ট হয়ে গেছে। নষ্ট চোখে ভাল আর কত নজরে পড়ে? তবুও ছোট বড় সেইসব অর্জনগুলো বিষবাষ্পে ভরা ফুসফসে কিছুটা স্নিগ্ধতা এনে দেয়। এইবা কম কি?

নতুন আরেকটি বছরের শুভ সূচনা হতে চলছে। পুরানো যত জঞ্জাল ছিল, তা থেকে বেরিয়ে এসে নতুনের জয়গান গাবার দৃপ্ত শপথ আরেকবার নেওয়ার সময় ফিরে এলো। হয়তো সেসময়ও চলে এসেছে, আমরা টের পাচ্ছিনা। জীবনের জয়গান কালের পাতায় লিখে রাখতে চাইলে আগে স্বপ্নের বীজটা বুনতে হয়। আমরা তা আগেও পেরেছি, এবারও পারবো। নতুন বছরের আগমনী গানে মুখরিত হয়ে উঠুক সবার জীবন।

Juthiডা. সাবরিনা যুথী
ডাক্তার

আমাদের সমাজে অনেক তরুণ হতাশায় ডুবে যায়। আমি সতর্ক থাকতে চাই, যাতে হতাশার ফাঁদে না পড়ি। সামনের বছরটা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়েই হয়ত যাবে। তারপরও ভেঙে পড়ার ভয় থেকেই যায়। জীবন কোথায় যাবে? কোথায় গিয়ে পৌঁছাবে। আমাদের দেশে নারীদের সংগ্রামের কথা তো সবাই জানে। এতো সংগ্রামের ভেতর দিয়ে এগিয়ে যেতে হবে।

নতুন বছরটা সংগ্রামের ভেতর দিয়েই নিয়ে যেতে চাই। প্রতিটি যুদ্ধে যেন জয়ী হতে পারি। সৃষ্টিকর্তার কাছে এ প্রার্থনা বার বার করি। অনেক কষ্ট বুকে নিয়েও এগিয়ে যেতে চাই।

প্রতিটি মানুষেরই আলাদা আলাদা স্বপ্ন থাকে। আমারও স্বপ্ন আছে। তবে সেটা নিজেকে গড়ে তোলার। নিজেকে শক্ত করে গড়ে তোলার। ২০১৩ সালটা নিজেকে গড়ে তোলার জন্যই ব্যয় করতে চাই। একদিন মানুষ আমার দিকে মুগ্ধ চোখে তাকাবে। আমার সফলতায় আরও অনেক নারী উৎসাহিত হবে। এমনই স্বপ্ন দেখি।

muhtasinমুহতাসীম দাইয়ান
ঢাকা সিটি কলেজে, দ্বিতীয় বর্ষ (এইচ এস সি)

২০১৩ সাল আমাদের দেশের মানুষের জন্য অনেক সৌভাগ্য বয়ে আনবে বলে আমার মনে হয়। এই নতুন বছরে আমরা সকল দুঃখকষ্ট ভুলে গিয়ে আবার নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আশা রাখি।

নতুন বছরে আমাদের দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দূর হয়ে দেশে সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ তৈরি হবে।

আমাদের জাতীয় ক্রিকেট দল আরও কিছু অবিস্মরণীয় জয় উপহার দেবে-এটা আশা নয়; এ আমাদের দৃঢ়-বিশ্বাস। যাবতীয় সাম্প্রদায়িকতা মুছে ফেলে দেশের সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে মাতৃভূমির স্বার্থে।

দুর্নীতির করাল গ্রাস হতে মুক্তির লক্ষে প্রতিজ্ঞাবদ্ধ হবে আমাদের তরুণ সমাজ। নারী-পুরুষের বৈষম্য দূর হবে, দূর হবে যাবতীয় অনাচার ও অবিচার। আমাদের দেখতে হবে না আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ধর্মের নামে ব্যবসা বন্ধে ইতিমধ্যে আমরা অনেকটা এগিয়ে গেছি। আশা রাখি- নতুন বছরে এ বিষয়টির হাত থেকে আমরা পুরোপুরি নিস্তার পাব। সড়ক হবে নিরাপদ, পরিবেশ দূষণরোধে সরকার ও জনগণ আরও বেশি নজর দেবে।

সবশেষে আমাদের রাষ্ট্র হয়ে উঠবে আক্ষরিক অর্থেই সুন্দর। আমরা এমনটাই স্বপ্ন দেখি।

aamanআমানুল হক আমান
শিক্ষার্থী, তিতুমীর কলেজ

বর্তমান সময় প্রযুক্তির। বাংলাদেশ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। আমি সে গতিতে সামিল হতে চাই। যদিও আমি বিজ্ঞানের ছাত্র না। তারপরও অনলাইন মার্কেটিংয়ে নিজেকে সামনের বছরে দক্ষ করে গড়ে তুলতে চাই।

২০১২ সালে বাংলাদেশে এ জায়গাটিতে কাজের অনেক সুযোগ আমি অনেক কাছ থেকে দেখেছি। এ সুযোগ ২০১৩ সালে আরও বিস্তার লাভ করবে বলে মনে হচ্ছে। সুতরাং এ সুযোগটা আমি হারাতে চাই না।

আমি মনে করি, বাংলাদেশের তরুণরা এ সুযোগের খবর রেখেছে। প্রতিযোগিতা তৈরি হবে। সেখানে যদি দক্ষ  না হতে পারি তবে হতাশ হতে হবে। আমি হতাশ হতে চাই না। এজন্যই দক্ষতার কথা বলছি।

বাংলাদেশ সরকার বলছে ২০২১ সালে আমরা ডিজিটাল হবো। কিন্তু আমি তো দেখছি আর দু তিন বছরের মধ্যেই বাংলাদেশ ডিজিটাল হয়ে যাবে। গ্রামে গঞ্জে তরুণদের উদ্যোগেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি দেশের জন্যও উদ্যোগি হয়ে তারুণ্যের জয়ের যাত্রায় শামিল হতে চাই।

২০১৩ সাল জুড়ে থাকবে সংগ্রাম। যদিও রাজনৈতিক অস্থিরতার মধ্যে কাজ করা কঠিন। আশা করতে পারি রাজনীতিবিদরা সাধারণ মানুষের দিকে তাকিয়ে সুষ্ঠ একটি পরিবেশ আমাদের দেবেন। তারা যদি সুস্থ্য রাজনৈতিক চর্চা করেন। তবে আমাদের দেশ বদলাতে খুব বেশি সময় লাগবে না।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।