ঢাকা: ব্রিটেনে (যুক্তরাজ্য) প্রতি দশজন তরুণের মধ্যে একজন জীবনের সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারেন না! - কাজ, শিক্ষা বা প্রশিক্ষণে নেই এমন তরুণের সংখ্যা দ্বিগুণেরও বেশি।
এ হিসাব প্রিন্সেস ট্রাস্টের বার্ষিক ‘ইউথ ইনডেক্স রিপোর্ট’এর।
সম্প্রতি ১৬ থেকে ২৫ বছর বয়সী ২ হাজার ১৩৬ জনের উপর পরিচালিত জরিপটির ফলাফল প্রকাশ করা হয়।
গবেষণায় দেখা যায়, বিভিন্ন কাজে রয়েছে এমন তরুণদের ২৭ শতাংশের মাঝেমধ্যে, আর যাদের শিক্ষা, চাকরি বা কোনরকম প্রশিক্ষণ নেই তাদের ৪৮ শতাংশ সর্বদাই বিষন্নতায় ভোগে।
একটি মিডিয়া প্রতিবেদনে বলা হয়, ২২ শতাংশ তরুণ তাদের সমস্যার কথা কারও কাছে বলতে পারে না।
তথাকথিত NEETs এর ২০১২ সালের রিপোর্টে বলা হয়, ৫২ শতাংশ তরুণ বলেছেন তারা প্রায়ই বা সবসময় বিষণ্ণতা অনুভব করেন।
প্রিন্সেস ট্রাস্টের প্রধান নির্বাহী মার্টিন মিলবোর্ন বলেন. “বেকার তরুণদের একটা বড় অংশ তাদের নিজেদের সামলাতে অক্ষম - এবং এটা বিশেষ করে যাদের শক্ত কোনও কিছুর সমর্থন বা নেটওয়ার্ক নেই। ”
তিনি বলেন, “আমরা অর্থাৎ প্রিন্সেস ট্রাস্ট এটা জানি যে, প্রায়শই এমন হয় যে শেষ পর্যন্ত অনেক যোগ্যতা সম্পন্ন তরুণ চাকরির বাজার থেকে নিজেদের গুটিয়ে নেয়। ”
মিলবোর্ন আরো বলেন, “প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শৈশব থেকে প্রাপ্তবয়স্কদের বেকারত্ব- সবসময়ই যেন জীবনটা নীতিভ্রষ্ট সর্পিল নিম্নগামী হতে পারে। কিন্তু, সঠিক সহায়তা দিলে আমরা তাদের সঠিক পথে এনে নতুন জীবন পেতে সাহায্য করতে পারি। ”
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৩
জেডএম/