ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

মঙ্গলের বুকে মুক্তা রঙা পাপড়ি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, জানুয়ারি ৬, ২০১৩
মঙ্গলের বুকে মুক্তা রঙা পাপড়ি!

ঢাকা: লালচে রংয়ের পাথুরে গ্রহ মঙ্গলে ফুল ফুটছে! ফুলের পাপড়িটি হচ্ছে মুক্তা রংয়ের। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীদের চোখে ধরা পড়েছে ওই পাপড়িটি।



গত মাসে নাসার কিউরিওসিটি রোভারের ক্যামেরায় ধরা পড়ে তথাকথিত ‘মার্সিয়ান ফুল’ নামের ওই ফুলটি। ছবিতে দেখা গেছে, পাথুরে ভূপৃষ্ঠ ভেদ করে বের হচ্ছে মুক্তা রংয়ের পাপড়ি সদৃশ বস্তুটি।

গত বছরের অক্টোবর মাসেও সৌর জগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহে একই ধরনের একটি বস্তু ধরা পড়েছিল রোভারের ক্যামেরায়। পরে উদ্ঘাটিত হয়, ওই বস্তুটি রোভারেরই ছিল যা পড়ে গিয়েছিল।

নাসার মুখপাত্র ‍গুয়ে ওয়েবস্টার বলেছেন,“পাপড়ির আকারের গুচ্ছ পাথরের অংশ হতে পারে। আমি মনে করি, চেহারা দেখে কেউ ‘ফুল’ বলেছেন কিন্তু এর মানে মঙ্গলে ফুলের অস্থিত্ব রয়েছে তা নয়। ”

মহাকাশ নিয়ে আগ্রহীরা অনলাইন আলোচনা ফোরামে এ নিয়ে হৈচৈ শুরু করে দিয়েছেন। একজন আশাবাদী বলেছেন, ফুটন্ত ফুলের পাপড়ি হতে পারে এটি।

মঙ্গল গ্রহ সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে চতুর্থ গ্রহ। ভূপৃষ্ঠে আয়রন অক্সাইডে আবৃত থাকায় লালচে দেখায় গ্রহটিকে। পৃথিবীর ব্যাসের অর্ধেক মঙ্গল।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@Banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।