ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

ছায়াপথে পৃথিবীর আকারের ১৭শ কোটি গ্রহ রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, জানুয়ারি ৮, ২০১৩
ছায়াপথে পৃথিবীর আকারের ১৭শ কোটি গ্রহ রয়েছে

ঢাকা: আমাদের ছায়াপথে পৃথিবীর আকারের একটি বা দুটি নয়, ১৭শ কোটি গ্রহ রয়েছে। ছায়াপথের নক্ষত্রগুলোর ১৭ শতাংশ বা প্রতিটি নক্ষত্রের ছয়টি গ্রহের মধ্যে একটি করে পৃথিবীর আকারের গ্রহ রয়েছে।



কেপলার টেলিস্কোপে ধরা পড়া গ্রহ বিশ্লেষণ করে এ সংখ্যা প্রকাশ করেছেন জ্যোর্তিবিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আমেরিকান অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির ২২১তম বৈঠকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আমাদের ছায়াপথে প্রায় ১০ হাজার কোটি নক্ষত্র রয়েছে। তবে পৃথিবীর আকারের ওইসব গ্রহে জীবের অস্তিত্ব সম্পর্কে সঠিকভাবে কিছু বলেননি জ্যোর্তিবিজ্ঞানীরা।   বৃহদাকার পাথুরে গ্রহগুলো বহু দূর থেকে তাদের নক্ষত্রগুলোকে প্রদক্ষিণ করছে। অদ্ভূত বৃহদাকার জীবের অস্থিত্ব থাকলেও থাকতে পারে।

কেপলারের উপাত্ত বিশ্লেষণকারী হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিক্সিসের এক সদস্য ফ্রাঙ্কো ফ্রেসসিন বলেন, “সবখানেই এ ধরনের পাথুরে বস্তু রয়েছে। ”

২০০৯ সালে কেপলার স্পেস টেলিস্কোপের কক্ষপথে পাঠানোর পর দেড় লাখের বেশি নক্ষত্রের গতিবিধির ওপর নজর রেখেছে। কেপলার স্পেস টেলিস্কোপ নক্ষত্রের ‍উজ্জ্বলতার পরিবর্তনের ভিত্তিতে ভিন গ্রহ সনাক্ত করে।

কেপলার টেলিস্কোপে ২ হাজার ৭০০ বেশি গ্রহ সনাক্ত করেছে যেগুলো দেড় লক্ষ নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। এগুলোর মধ্যে ৪৬১টির আকার পৃথিবীর মতো, কক্ষপথও প্রায় পৃথিবীর মতো। এ গ্রহগুলোর মধ্যে ১০টিতে তরল পানির অস্থিত্ব রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@Banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।