ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

আপনি কেমন বাবা? জানাবে ‘ফাদারিং ইনডেক্স’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৫, জানুয়ারি ৯, ২০১৩
আপনি কেমন বাবা? জানাবে ‘ফাদারিং ইনডেক্স’

ঢাকা: আপনি কতটা দায়িত্বশীল পিতা, অথবা সন্তান লালন পালনেই বা আপনি কতটা পারঙ্গম? এসব কিছুই এবার জানাবে বেটার ফাদারিং ইনডেক্স বা ‘পিতা সূচক’।

শুনতে আশ্চর্য লাগলেও এমনই একটি সূচক প্রস্তুত করতে যাচ্ছে সিংগাপুরের একটি সংস্থা।

বেড়ে ওঠার সময় শিশুদের প্রতি পিতাদের কর্তব্যপালন কতটা সন্তোষজনক তার একটি মাপকাঠি খুঁজে বের করাই এ সূচকের লক্ষ্য বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা।

পৃথিবীতে এখন পর্যন্ত অনেক কিছুর মান নির্ণয়ে সূচক প্রনীত হলেও পিতাদের ওপর এমন সূচক তৈরির প্রচেষ্টা অবশ্য এই প্রথম।

সিংগাপুরের তরুণ পিতার‍া ইদানীং তাদের শিশুদের বেড়ে ওঠার সময়টাতে অধিক ভূমিকা পালন করতে আগ্রহী হচ্ছেন। এ পরিস্থিতিতেই ‘সেন্টার ফর ফাদারিং’ নামের একটি সংস্থা পিতাদের সন্তান প্রতিপালনের দক্ষতার একটি সূচক তৈরি করতে যাচ্ছে। এই সূচকের সঙ্গে নিজের দক্ষতা মেলালেই পিতারা বুঝতে পারবেন সন্তানদের প্রতি দায়িত্ব পালনে তারা কতটা সফল।

২০১৩ সাল শেষ হওয়ার আগেই সূচকটি চূড়ান্ত হবে বলে জানা গেছে। সূচকটিকে ‘বেটার ফাদারিং ইনডেক্স’ নামে অভিহিত করা হচ্ছে।
 
এ ব্যাপারে সেন্টার ফর ফাদারিং অ্যান্ড ন্যাশনাল ফ্যামিলি কাউন্সিলের চেয়ারম্যান লিম ‍সুন হক বলেন, “সূচক প্রণয়নের জন্য অনেকগুলো বিষয় বিবেচনা করা হলেও এখানে কয়েকটি বিষয়ের ওপরই মূল নজর নিবদ্ধ থাকবে। সন্তানের সঙ্গে পিতারা  কতটা সময় অতিবাহিত করলেন এর পাশাপাশি শিশুদের কর্মকাণ্ডে পিতারা কতটা জড়িত থাকছেন সেটিও হবে অন্যতম বিবেচ্য বিষয়।

সিংগাপুরের শিশুদের বেড়ে ওঠার পথে তাদের পিতাদের দায়িত্বপালনের ওপর একটি বিস্তারিত গবেষণা চালিয়ে এ সূচক তৈরি করতে যাচ্ছেন তারা। তবে সূচক চূড়ান্ত করার আগে আরও ব্যাপকভিত্তিতে গবেষণা চালানো হবে বলে জানা গেছে।
 
সিংগাপুর ন্যাশনাল ফ্যামিলি কাউন্সিলের সেক্রেটারি ও ব্যবসায়ী মার্টিন তানেরও দু’টি শিশু কন্যা। দুই কন্যার বেড়ে ওঠার পথে আরও সক্রিয় ভূমিকা পালন করতে চান তিনি।

তান বলেন,‘আমার মেয়েদের স্মৃতিতে আমার স্থান যথা সম্ভব বৃদ্ধি করাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তাদের প্রতিটি কাজেই যথাসম্ভব সম্পৃক্ত থাকতে চাই আমি। ’
 
তবে শুধু সময় দেওয়াই নয়, শিশুদের সঙ্গে পিতারা কোন ধরণের কাজে ব্যাপৃত থাকে সেটিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তান।  

এছাড়া পরিবারগুলোর স্থিতিশীলতা, ভেঙ্গে যাওয়া পরিবারগুলোর ক্ষেত্রে শিশুদের প্রতিপালনে পিতার ভূমিকা, স্কুলে শিশুদের ফলাফল, এসবও সূচক প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিশুদের মানসিক অবস্থাও এক্ষেত্রে অন্যতম বিবেচ্য বিষয় বলে জানান তিনি। ‍

আসলে এ সূচক তৈরির উদ্দেশ্য হলো সিংগাপুরের পিতারা যেন সহজেই বুঝতে সক্ষম হন সন্তান প্রতিপালনে তাদের ভূমিকা কতটা সন্তোষজনক।

ব্যস্ত আধুনিক জীবনে বিশেষ করে যে পরিবারে পিতা মাতা উভয়ই কর্মজীবী সেখানে সন্তান প্রতিপালনে পিতার গুরুত্ব আরও বেশি হচ্ছে। গবেষণায় দেখা গেছে ওই সব পরিবারের সন্তানদের বেড়ে ওঠার ক্ষেত্রে পিতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আই লাভ চিলড্রেন সংস্থার প্রধান জনি অং বলেন, “ অনেক সময়ই কাজ থেকে ফিরে আসার পর আমি খুবই ক্লান্ত থাকি। এ সময় আমার স্বামীর ‘তুমি যাও আমি দেখছি’ বলাটা খুবই গুরুত্বপূর্ণ। ”

এদিকে ভালো পিতা হওয়ার জন্য প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে সিংগাপুরের দি সেন্টার ফর ফাদারিং পিতাদের প্রশিক্ষণ দিচ্ছে। চলতি বছরের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত পিতাদের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

পাশাপাশি পরিবার বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি আন্তর্জাতিক পরামর্শক প্যানেল প্রতিষ্ঠারও প্রত্যাশা করছেন তারা।
 
বাংলাদেশ সময়:  ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।