ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

চীনে ঝুঁকিপূর্ণ মাত্রায় পৌঁছেছে বায়ু দূষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, জানুয়ারি ১২, ২০১৩
চীনে ঝুঁকিপূর্ণ মাত্রায় পৌঁছেছে বায়ু দূষণ

ঢাকা: চীনের রাজধানী বেইজিংয়ে বায়ু দূষণের মাত্রা মানুষের শরীরের জন্য ঝুঁকিপূর্ণ এমন মাত্রায় পৌঁছেছে।   দেশটির সরকারি ও একটি বিদেশি সূত্র জানিয়েছে, শনিবার বায়ু দূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও-হু) পরিমাপকৃত আগের বিপজ্জনক মাত্রাকে ছাড়িয়েছে।



শনিবার বিকেলে এমন অবস্থ‍ার সৃষ্টি হয় যে মাত্র কয়েক মিটার দূরে দেখতে পাওয়া যায়। এমনকি ঘরে ভেতরে কুয়াশাচ্ছন্ন অবস্থা।
চীনা কর্মকর্তারা ‍জানিয়েছেন, শনিবার বেইজিংয়ে বায়ুর মাত্রা ৪০০ মাইক্রোগ্রামে পৌঁছে। তবে যুক্তরাষ্ট্রের দূতাবাসস্থ একটি প্রতিষ্ঠান জানিয়েছে, বায়ুর মাত্রা ৮০০ মাইক্রোগ্রাম হয়েছে।

এর আগে শুক্রবার বেইজিং মিউনিসিপাল এনভারমেন্টাল মনিটরিং সেন্টার জানায়, বেইজিং জুড়ে বায়ু গুণমান সূচক ১৭৬ থেকে ৪৪২ পর্যন্ত পৌঁছেছে।

বায়ু গুণমান সূচক ৫০ বা তার নিচে থাকলে তা স্বাস্থ্যসম্মত পর্যায়ে থাকে। কিন্তু এটি ৩০১ থেকে ৫০০তে পৌঁছলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়। এই মাত্রায় ঘরের বাইরে কাজ থেকে বিরত থাক‍া উচিত।

এই দূষিত বায়ু গ্রহণের কারণে শ্বাস-প্রশ্বাসজনিত রোগ এবং ফুসফুস ক্যান্সার ও হৃদরোগের কারণে মৃত্যু হতে পারে। গত বছর চীন‍া কর্তৃপক্ষের হুঁশিয়ারির কারণে বায়ু দূষণ সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি মার্কিন দূতাবাস। তবে মার্কিন দূতাবাস জানিয়েছে, তাদের কর্মকর্তাদের জন্য বায়ু দূষণের মাত্রা পরিমাপ করা প্রয়োজন।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সংবাদদাতা জানিয়েছেন কয়লার ময়লা ও গাড়ির ধোঁয়া শহরের বায়ু দূষণের প্রধান উৎস। গত কয়েকদিন ধরে ধোঁয়ায় ছেয়ে আছে বেইজিং। ব্যাপকভাবে শিল্পায়নের কারণে চীনের অনেক শহরের বায়ুকে ব্যাপকভাবে দূষিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@Banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।