ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

অ্যাপস্টোরে দেশি রাহাত

শেরিফ আল সায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, জানুয়ারি ১৬, ২০১৩
অ্যাপস্টোরে দেশি রাহাত

বিশ্বজুড়ে স্মার্টফোনের জয়জয়কার। বিশেষ করে তরুণদের মাঝে বাড়ছে স্মার্টফোনের ব্যবহার।

আর এ জনপ্রিয়তার ভেতর মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। আবার এ প্রতিযোগিতার মধ্যে সফটওয়্যার নির্মাতাদের চাহিদাও নেহাত কম নয়। বিভিন্ন অ্যাপলিকেশন তৈরি করে ব্যবহারকারীদের হাতে আরও সেবা পৌঁছে দেওয়ার চেষ্টায় অবিরাম কাজ করছেন অ্যাপ নির্মাতারা।

এ প্রতিযোগিতায় পিছিয়ে নেই দেশি তরুণেরাও। তাদের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন অ্যাপ ফ্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে নিত্যনতুন সব অ্যাপ। বর্তমানে বাংলাদেশের তরুণ রাহাত ইয়াসির অনিন্দ উইন্ডোজ ফ্ল্যাটফর্মে মজার ও জরুরি অ্যাপ তৈরি করেই যাচ্ছেন। রাহাতের সেসব অ্যাপ নিয়েই এ প্রতিবেদন।

অনন্ত জলিল ফ্যাক্টস:
anonto_facts
উইন্ডোজের যেকোনো স্মার্টফোনে এ অ্যাপ ফ্রি ডাউনলোড করা সম্ভব। মাত্র ১ মেগাবাইটের এ অ্যাপ ইনস্টল করে নিলে ব্যবহারকারী অবসর সময়ের বিনোদনের খোরাক খুঁজে পাবেন বলেই রাহাত বাংলানিউজকে জানান।

তবে তিনি আন্তরিকভাবেই বলেন, এখানে কাউকে উপহাস করে এ অ্যাপ তৈরি করেনি। একমাত্র উদ্দেশ্য ব্যবহারকারীদের আনন্দ দেওয়া। সঙ্গে নায়ক অনন্ত জলিলের জনপ্রিয়তার ব্যাপ্তীও বাড়বে।

এ অ্যাপ সম্পর্কে রাহাত বাংলানিউজকে বলেন, মোবাইল ফোনে এ অ্যাপ ইনস্টল করে অ্যাকটিভেট করার পর অনন্ত জলিলের ছবি আসবে। এখানে প্রেস করলেই তার জনপ্রিয় সব ডায়লগগুলো শুনতে পাবে সবাই। এ ছাড়াও তার বিভিন্ন ছবির তথ্য ও মজার মজার ডায়লগও বলবে এ অ্যাপ। এ পর্যন্ত এ অ্যাপ ২০০ বার ডাউনলোড করা হয়েছে।

বাংলাদেশি ফুড রেসেপি:
food_recipe
এটি অ্যাপস্টোরে বাংলাদেশের একমাত্র ফুড রেসেপি। শুধু তাই নয়, উইন্ডোজ ফ্ল্যাটফর্মের রেটিংয়ে এটি এক নম্বরে অবস্থান করছে বলেও রাহাত জানান।

এ অ্যাপে প্রায় ২০ ধরনের খাবারের রেসিপি আছে। যেমন গরুর মাংস রান্নার ৪ ধরনের রেসিপি ছাড়াও আছে ৪ ধরনের মাছ রান্না, ৪ ধরনের সবজি, ৪ ধরনের রাইস এবং ৪ ধরনের মিক্সড (ডিম, হালুয়া, সিঙ্গারা) রেসিপির বিবরণ আছে এ অ্যাপে। রান্নার পদ্ধতি, উপকরণের পরিমাণ ছাড়াও সবকিছুই দেওয়া আছে এ অ্যাপে।

রাহাত বাংলানিউজকে জানান, ১৪ জানুয়ারি এ অ্যাপটি স্টোরে আপ হওয়ার পর এরই মধ্যে ৩০ জন ব্যবহারকারী এটি ডাউনলোড করেছেন।

স্বপ্নের কথা বলবে অ্যাপ!
dream-meaning
‘ড্রিম মিনিং’ এ অ্যাপ বিভিন্ন সিম্বল দেখে স্বপ্নের ব্যাখ্যা দেবে। রাহাত এ অ্যাপ সম্পর্কে বাংলানিউজকে বলেন, অনেক সময় আমরা স্বপ্নে দেখি। যেমন ছাদ থেকে বা আকাশ থেকে পড়ে যাচ্ছি। আবার অনেক সময় নিজের মৃত্যুও দেখি এমনই সব বিভিন্ন স্বপ্নকে আমরা সিম্বল দিয়ে ব্যাখ্যা করতে পারি।

যেমন যদি কেউ ছাদ থেকে পড়ে যাওয়ার দৃশ্য দেখে, তবে সে অ্যাপে ঢুকে লিখবেন ‘ফলিং ডাউন’। সঙ্গে সঙ্গেই অ্যাপটি এর সুস্পষ্ট ব্যাখ্যা দেবে। যদি অ্যাপটি সিম্বল খুঁজে না পায়, তবে কাছাকাছি সিম্বলের ব্যাখ্যাও দিতে পারবে।

রাহাত জানায়, উইন্ডোজ অ্যাপস্টোরের লাইফস্টাইল বিভাগে এ পর্যন্ত রেটিংয়ে ৩ নম্বরে আছে এ অ্যাপ। শুধু তাই নয়, এক সপ্তাহে এ অ্যাপ ডাউনলোড হয়েছে ৮০০ বার। এুর মধ্যে যুক্তরাষ্ট্র থেকেই ডাউনলোড হয়েছে ৪০০ বারেরও বেশি।

রাহাত ইয়াসির বাংলাদেশের অ্যাপ ডেভেলপমেন্টকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। তিনি তরুণদের এ বিষয়ে প্রশিক্ষণ দিতেও আগ্রহী। বার বার বলেছেন, আমি শেখাতে চাই। কারণ ভবিষ্যৎ বিশ্ব হবে মোবাইল ফোনের। এখানে অ্যাপের গুরুত্ব দিন দিন বাড়বেই। এ জন্য আমাদের বিশ্বপ্রযুক্তিতে এগোতে হলে দক্ষতা অর্জন বিশেষ প্রয়োজন। তাহলে দেশ প্রযুক্তিতে এগিয়ে যাবে বহুদূর।

নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্নাতকে পড়ছেন। পাশাপাশি একই বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করছেন। গবেষণা ও প্রযুক্তিকে এগিয়ে নিতে রাহাত আরও কাজ করতে চান। তিনি তার গবেষণাকে পৌঁছে দিতে চান বিশ্বব্যাপী। বাংলানিউজকে এমনটাই জানালেন তরুণ উদ্ভাবক রাহাত।

বাংলাদেশ সময় ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।