ঢাকা: পাশে একটি গৃহপালিত পশুর খাদ্য তৈরির কারখানা। সেই কারখানা থেকে ভেসে আসা দুর্গন্ধে অতিষ্ঠ পাশ্ববর্তী একটি মঠের বৌদ্ধ ভিক্ষুরা।
থাইল্যান্ডের নাখোন পাথোমের ওয়াট অর নইয়ের মঠাধ্যক্ষ লুয়াং পু বুদ্ধা ইসরা বলেন, “তিনি মঠটি বিক্রি করে দিতে ইচ্ছুক। ”
১৯৯০ সালে স্থাপিত মঠটি বিক্রি থেকে প্রাপ্ত ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার একটি ফাউন্ডেশন দান করবেন তিনি। ইসরারা জানান, মঠ বিক্রি করে দিয়ে বনে গিয়ে ধর্মের চর্চা করার পরিকল্পনা নিয়েছেন তিনি।
মঠাধ্যক্ষ বলেন, “এখান থেকে কিছু দূরে গৃহপালিত পশুর খাদ্য তৈরির কারখানাটি। সেখান থেকে আসা গন্ধ খুবই উৎকট। এখানের সন্যাসী ও শিক্ষানবিশদের জন্য সমস্যার সৃষ্টি করছে। ”
মঠ এলাকায় সাইনপোস্টে লেখা হয়েছে, “পানির মূল্যে মঠ বিক্রি হবে। গৃহপালিত পশুর খাদ্য তৈরির কারখানা থেকে আসা গন্ধ অসহনীয়। ”
কারখানার ব্যবস্থাপক সুপজ উরজিতসুরাকুল বলেন, “দুর্গন্ধ নিয়ন্ত্রণ করতে তৃতীয় বারের মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। ”
তিনি আরও বলেন, “ওয়াট অর নইয়ের ভিক্ষুরা কারখানা পরিদর্শন করেছে। আমরা তাদের দেখিয়েছে, পরিস্থিতির উন্নতি করতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমি মঠাধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু তিনি তার ভিক্ষুদের অন্যত্র পাঠাতে ব্যস্ত হয়ে পড়েছেন। ”
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com